সিবিআই দফতরে হাজিরা শুভাপ্রসন্নর প্রতিনিধির, ইমরানের সংস্থা দেশকালকে নোটিস
সিবিআই দফতরে হাজিরা দিলেন চিত্রশিল্পী শুভাপ্রসন্নর প্রতিনিধি। গত সপ্তাহে শুভাপ্রসন্নকে নোটিস পাঠায় সিবিআই। সুদীপ্ত সেনকে চ্যানেল বিক্রি সংক্রান্ত নথি ও নিউটাউনে আর্ট গ্যালারি তৈরি সংক্রান্ত নথি চেয়ে পাঠায় সিবিআই। তা জমা দিতেই আজ সিবিআই দফতরে যান শুভাপ্রসন্নর প্রতিনিধি।
ওয়েব ডেস্ক: সিবিআই দফতরে হাজিরা দিলেন চিত্রশিল্পী শুভাপ্রসন্নর প্রতিনিধি। গত সপ্তাহে শুভাপ্রসন্নকে নোটিস পাঠায় সিবিআই। সুদীপ্ত সেনকে চ্যানেল বিক্রি সংক্রান্ত নথি ও নিউটাউনে আর্ট গ্যালারি তৈরি সংক্রান্ত নথি চেয়ে পাঠায় সিবিআই। তা জমা দিতেই আজ সিবিআই দফতরে যান শুভাপ্রসন্নর প্রতিনিধি।
নিউটাউনে শুভাপ্রসন্নর আর্ট গ্যালারির জমি কেনায় সারদার তরফে অর্থ বিনিয়োগ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে শুভাপ্রসন্নকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সারদা কাণ্ডের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের হাত বদল নিয়েও শুভাপ্রসন্নকে জিজ্ঞাস করতে পারেন গোয়েন্দারা।
এদিকে, তৃণমূল সাংসদ আহমেদ হাসান ইমরানের প্রকাশনা সংস্থা দেশকাল পাবলিকেশনকে নোটিস পাঠাল সিবিআই। সারদার সঙ্গে চুক্তি হয়েছিল দেশকাল পাবলিকেশনের। দেশকাল পাবলিকেশন থেকেই ছাপা হত কলম পত্রিকা। চুক্তির যাবতীয় কাগজপত্র জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই দফতরে।