স্বাস্থ্য-শিক্ষার পর এবার রাজ্যের নজরে আবাসন

Updated By: Aug 2, 2017, 10:39 PM IST
স্বাস্থ্য-শিক্ষার পর এবার রাজ্যের নজরে আবাসন

ওয়েব ডেস্ক : স্বাস্থ্য- শিক্ষার পর এবার রাজ্যের নজরে আবাসন। সাধারণ মানুষ যাতে নায্য দামে বাড়ি কিনতে পারেন। প্রতারণা বা প্রোমোটারের স্বেচ্ছাচারের শিকার না হন, তার জন্য নতুন আইন আনছে রাজ্য সরকার। সারা জীবনের জমা-পুঁজি দিয়ে নিজের একটা বাড়ি-বা ফ্ল্যাট কেনা অনেকেরই স্বপ্ন। কিন্তু সেখানেই প্রতারণার অভিযোগ। কোথাও আবার প্রোমোটারের স্বেচ্ছাচারিতার শিকার হচ্ছেন আম জনতা। তাদের রক্ষা কবচ দিতেই এবার নতুন আইন।   রিয়েল এস্টেটের ব্যবসায় স্বচ্ছতা আনার উপর জোর দিচ্ছে রাজ্য সরকার। সিন্ডিকেটের হাত থেকে প্রোমোটারকে রক্ষা করার সংস্থানও থাকছে আইনে। বিধানসভায় পেশ হতে চলেছে দ্য ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইন্ডাস্ট্রি রেগুলেশন বিল ২০১৭।

.