পাবলিক টয়লেটে ২ টাকায় ন্যাপকিন, পথ দেখাচ্ছে কলকাতার প্যাডম্যান
প্যাডম্যান এবার কলকাতাতেও। কোয়েম্বাটোরের অরুণাচলমের সঙ্গে এক বন্ধনীতে কলকাতার শোভন। ভারতের প্যাডম্যান অরুণাচলম মুরুগননথম। তাঁর জীবন অবলম্বনে তৈরি হয়েছে বায়োপিক। কলকাতাও পেয়ে গিয়েছে আরেক প্যাডম্যানকে।
নিজস্ব প্রতিবেদন : প্যাডম্যান এবার কলকাতাতেও। কোয়েম্বাটোরের অরুণাচলমের সঙ্গে এক বন্ধনীতে কলকাতার শোভন। ভারতের প্যাডম্যান অরুণাচলম মুরুগননথম। তাঁর জীবন অবলম্বনে তৈরি হয়েছে বায়োপিক। কলকাতাও পেয়ে গিয়েছে আরেক প্যাডম্যানকে।
বাঁশদ্রোণীর ভূগোলের স্নাতকোত্তর পড়ুয়া যুবক শোভন মুখার্জি তাঁর ভাবনার জোরে সাড়া ফেলে দিয়েছেন। পথে বেরিয়ে পিরিয়ডস মেয়েদের বড় সমস্যা। মুশকিল আসান করতে পাবলিক টয়লেটে মাত্র দু' টাকায় ন্যাপকিনের ব্যবস্থা করেছেন শোভন।
পকেটমানি দিয়েই শুরু কলকাতার প্যাডম্যানের সোশ্যাল সার্ভিস। এখন কলকাতার ১০টি ওয়ার্ডের পাবলিক টয়লেটে ন্যাপকিন সরবরাহ করেন শোভন। প্রথম প্রথম বিনামূল্যে দিতেন। তাতে অনেকেই প্যাড নষ্ট করছিলেন। বাধ্য হয়ে দু' টাকা দাম করেন শোভন। তাও ৩ টাকায় কিনে ২ টাকায় বিক্রি! মোটেই লাভের মুখ দেখার জন্য নয়।
আরও পড়ুন, এলাকা চালাবে ক্লাব, 'খেলাশ্রী' অনুষ্ঠানে গুরুদায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী
শোভন জানিয়েছেন, এই সংগৃহীত অর্থ দিয়ে যেসব জায়গায় এখনও স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের সচেতনাতা নেই, সেখানে তা ছড়িয়ে দিতে চান তিনি। প্যাড বিপ্লব শুরু করেছিলেন অরুণাচলম। অনুপ্রেরণার আরেক অধ্যায় লিখছেন বাঁশদ্রোণীর শোভন।