বামনগাছি কাণ্ডে মূল অভিযুক্ত শ্যামল কর্মকার এখনও অধরা

বামনগাছি কাণ্ডে মূল অভিযুক্ত শ্যামল কর্মকার এখনও অধরা। এই ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিস। তাদের নাম অমল বারুই ও ভূবন সাহা। পুলিসের দাবি, এরা দুজনেই খুনের সময় উপস্থিত ছিল বলে জেরায় স্বীকার করেছে।

Updated By: Jul 8, 2014, 07:53 PM IST

বামনগাছি কাণ্ডে মূল অভিযুক্ত শ্যামল কর্মকার এখনও অধরা। এই ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিস। তাদের নাম অমল বারুই ও ভূবন সাহা। পুলিসের দাবি, এরা দুজনেই খুনের সময় উপস্থিত ছিল বলে জেরায় স্বীকার করেছে। ধৃত পাঁচজনকে ১৪ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বামনগাছি কান্ডে এনিয়ে মোট আটজনকে গ্রেফতার করল পুলিস।

সৌরভ চৌধুরী হত্যাকাণ্ডে মঙ্গলবার অমল বারুই ও ভুবন সোম নামে আরও দুজনকে গ্রেফতার করল পুলিস। পুলিসসূত্রের খবর ধৃত দুই যুবকই শ্যামল ঘনিষ্ট। এরআগে ধৃত সুমন সরকার ও তাপস বিশ্বাসকে জেরা করেই অমল ও ভুবনের সন্ধান পায় পুলিস। খুনের ঘটনায় শ্যামল বাহিনীর সঙ্গে এরা ছিল বলে জেরায় স্বীকার করেছে ধৃতেরা। আগেই এই ঘটনায় ধৃত পাঁচজনকে মঙ্গলবার বারাসত আদালতে তোলা হয় । দোষীদের শাস্তির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ দেখায় বিজেপি। বিক্ষোভ দেখান গ্রামের মহিলারাও।

বামনগাছি কাণ্ডে এখনও পর্যন্ত আটজনকে গ্রেফতার করল পুলিস। ঘটনায় মূল অভিযুক্ত শ্যামল কর্মকার এখনও অধরা। পুলিসের ভূমিকায় হতাশ নিহত ছাত্রের পরিবার। মঙ্গলবার নিহত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করেন দত্তপুকুর থানার আইসি। পরে ছাত্রের বাড়িতে যান বিশিষ্টদের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ভারতী মুতসুদ্দি, কিন্নর রায় ও নাট্যকার চন্দন সেন।

.