Abhishek-র গাড়িতে লাঠির আঘাত নিন্দনীয়, BJP-র সংস্কৃতি নয়: Samik
'মিছিল চলে যাওয়ার শেষ মুহূর্তে একটি ছেলে কাজটি করে, এটা নিন্দনীয়', বললেন শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।
নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরায় অভিষেকের (Abhishek Banerjee) গাড়িতে লাঠি নিয়ে হামলাকে অনভিপ্রেত ও নিন্দনীয় বললেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। সোমবার ত্রিপুরায় বিজেপিকে তোপ দেগে অভিষেক জানান,'গাড়িতে লাঠি দিয়ে মারা হয়েছে। কলকাতা থেকে আসা ৩ নিরাপত্তা আধিকারিক গুরুতর আহত। ১০০ মিটার ছাড়া ছাড়া রাস্তা অবরোধ। তা সত্ত্বেও মায়ের দর্শন করেছি। এভাবে আটকানো যাবে না। সাংসদের উপরে হামলা হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পুলিস নীরব দর্শকের ভূমিকা পালন করছে।'
অভিষেকের (Abhishek Banerjee) গাড়িতে হামলার টুইট-ভিডিয়োটি শেয়ার করে রাজ্য বিজেপি (West Bengal BJP) লিখেছে,'বাংলায় বিরোধী নেতাদের সঙ্গে এই ধরনের ঘটনা গা-সওয়া। মনে হচ্ছে, হিংসাত্মক ক্যাডারদের ত্রিপুরায় পাঠিয়েছে তৃণমূল। অপেক্ষা করুন পশ্চিমবঙ্গের মানুষও আপনাদের সঙ্গে এটাই করতে চলেছে।'
While this has been a routine affair in Bengal for any opposition leader, seems you have now dispatched violent TMC cadres to Tripura… Wait till the people of Bengal do this to TMC leaders in West Bengal too. https://t.co/w6PLlojgq1
— BJP Bengal (@BJP4Bengal) August 2, 2021
সাংবাদিক বৈঠকে উল্টো সুর শমীকের (Samik Bhattacharya) গলায়। বিজেপি মুখপাত্র বলেন,'ত্রিপুরায় উনি একটি টুইট করেছেন। যা দেখেছি বিজেপির একটি মিছিলের পাশ দিয়ে ওঁর গাড়ি যাচ্ছিল। মিছিলের শেষে গাড়ি পৌঁছলে একটি ছেলে ঝান্ডার লাঠি দিয়ে গাড়ির কাঁচে আঘাত করে। এই ঘটনা নিন্দনীয় ও অনভিপ্রেত। এটা বিজেপির সংস্কৃতি ও রুচি নয়।'
একইসঙ্গে শমীক (Samik Bhattacharya) বলেন,'আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বা বিশেষ স্পর্শকাতর এলাকায় ভিন্ন জায়গার মানুষ পৌঁছে গেলে সামাজিক ভারসাম্য ভঙ্গ হতে পারে। তাই আটকে দেওয়া যেতে পারে। ত্রিপুরায় তৃণমূলকে ফ্ল্যাগ দেখানোর ঘটনা রাজনৈতিক। তবে বাঁশ দিয়ে হামলা করা হয়েছে? এই ধরনের তথ্য আমাদের কাছে নেই। আমরা দলীয়স্তর থেকে ত্রিপুরার নেতাদের সঙ্গে কথা বলে জানতে পেয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি যখন যাচ্ছিল একটি মিছিলের কারণে ১০ থেকে ১৫ মিনিট দেরিতে গন্তব্যে পৌঁছন। যেতে অসুবিধা হয়েছিল। মিছিল চলে যাওয়ার শেষ মুহূর্তে একটি ছেলে এই কাজটি করে। এটা নিন্দনীয়। এর মধ্যে বিজেপি নেই।'
আরও পড়ুন- বিভিন্ন রাজ্য ও সংসদে স্লোগান উঠছে, এটা বাংলার গর্ব, এবার সারা দেশে খেলা হবে: Mamata