রেড কাণ্ডে সেনাবাহিনীর তত্ত্বকেই শেষে সিলমোহর দিতে চলেছে কলকাতা পুলিস?
রেড কাণ্ডে সেনাবাহিনীর তত্ত্বকেই কী শেষমেষ সিলমোহর দিতে চলেছে কলকাতা পুলিস? গোয়েন্দা বিভাগ সূত্রের খবর, রেড রোড কাণ্ডে পুলিস চলতি মাসের শেষেই চার্জশিট দিতে পারে । উল্লেখযোগ্য বিষয় চার্জশিটে শুধুমাত্র সাম্বিয়ার বিরুদ্ধেই খুনের অভিযোগ আনা হচ্ছে। শানু,জনি,সোহরাব এদের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হচ্ছেনা। তিনজনের বিরুদ্ধে অপরাধীকে আশ্রয় দেওয়ার অভিযোগ আনা হচ্ছে। এদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের ধারা ও প্রমাণ লোপাটের অভিযোগও আনা হচ্ছে। যদিও শানু,জনি ও সোহরাবকে খুনের অভিযোগেই গ্রেফতার করে পুলিস। প্রশ্ন উঠছে তবে কী গাড়িতে সাম্বিয়া একাই ছিল? যা আগেই সেনাবাহিনীর তরফে দাবি করা হয়েছিল।
![রেড কাণ্ডে সেনাবাহিনীর তত্ত্বকেই শেষে সিলমোহর দিতে চলেছে কলকাতা পুলিস? রেড কাণ্ডে সেনাবাহিনীর তত্ত্বকেই শেষে সিলমোহর দিতে চলেছে কলকাতা পুলিস?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/02/19/50025-redroaf19-2-16.jpg)
ওয়েব ডেস্ক: রেড কাণ্ডে সেনাবাহিনীর তত্ত্বকেই কী শেষমেষ সিলমোহর দিতে চলেছে কলকাতা পুলিস? গোয়েন্দা বিভাগ সূত্রের খবর, রেড রোড কাণ্ডে পুলিস চলতি মাসের শেষেই চার্জশিট দিতে পারে । উল্লেখযোগ্য বিষয় চার্জশিটে শুধুমাত্র সাম্বিয়ার বিরুদ্ধেই খুনের অভিযোগ আনা হচ্ছে। শানু,জনি,সোহরাব এদের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হচ্ছেনা। তিনজনের বিরুদ্ধে অপরাধীকে আশ্রয় দেওয়ার অভিযোগ আনা হচ্ছে। এদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের ধারা ও প্রমাণ লোপাটের অভিযোগও আনা হচ্ছে। যদিও শানু,জনি ও সোহরাবকে খুনের অভিযোগেই গ্রেফতার করে পুলিস। প্রশ্ন উঠছে তবে কী গাড়িতে সাম্বিয়া একাই ছিল? যা আগেই সেনাবাহিনীর তরফে দাবি করা হয়েছিল।