শহরে বৃষ্টি
আজ সকালে কলকাতা সমেত দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই আকাশ কালো করে বৃষ্টি নামল কলকাতা সমেত দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়।
আজ সকালে কলকাতা সমেত দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই আকাশ কালো করে বৃষ্টি নামল কলকাতা সমেত দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। আবহবিদরা জানিয়েছেন, উত্তর ভারত থেকে অসম পর্যন্ত প্রবাহিত পশ্চিমী ঝঞ্ঝার আংশিক প্রভাব পড়েছে এ রাজ্যেও। তার ফলেই বৃষ্টি। পাশাপাশি, বিহার ও ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত।
তবে, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে এখনই শীত ফেরার পরিস্থিতি নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি ও বিহার-ঝাড়খণ্ডের ওপর অবস্থানকারী ঘূর্ণাবর্ত, দুইয়ের যোগফলেই উধাও হয়েছে শীত। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৬ শতাংশ। এই পরিস্থিতি এখনই কাটার সম্ভাবনা নেই।