আজ সন্ধ্যায় বজ্রবিদ্যুত্সহ বৃষ্টির পূর্বাভাস
বসন্তে বর্ষা। আজ সন্ধের পর ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। আবহাওয়া দফতরের পূর্বাভাস এমনই।
Updated By: Mar 5, 2017, 10:11 AM IST
ওয়েব ডেস্ক : বসন্তে বর্ষা। আজ সন্ধের পর ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। আবহাওয়া দফতরের পূর্বাভাস এমনই।
পূর্বাভাসে আবহাওয়া দফতর বলছে, আজ সন্ধ্যায় বজ্রবিদ্যুত্সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে ফের নামতে পারে তাপমাত্রা। কেন বৃষ্টি? আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ছত্তিসগড় ও মধ্যপ্রদেশের আকাশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার সঙ্গে দখিনা বাতাসের যুগলবন্দি। ফলে জলভরা মেঘ ঢুকেছে দক্ষিণবঙ্গে।
আরও পড়ুন, মিড-ডে মিলের জন্য আধার বাধ্যতামূলক করায়, কড়া প্রতিকৃয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের
আরও পড়ুন, রাজ্যে বেরসরকারি শিক্ষায় কড়া পদক্ষেপ মমতার; স্বাগত জানালেন অভিভাবকরা