এবিভিপির মিছিলের পাল্টা শিক্ষক পড়ুয়াদের মিছিল যাদবপুরে
যাদবপুর কাণ্ডের রেশ এখনও কাটেনি। চলছে মিছিল পাল্টা মিছিল। এবার যাদবপুর কাণ্ডের প্রতিবাদে এবিভিপির মিছিলের পাল্টা মিছিলে নামল গণসংগঠন। একসঙ্গে পা মেলালেন পড়ুয়া থেক শিক্ষাবিদ সকলেই। গোলপার্ক থেকে শুরু হয় মিছিল। চলবে ৮বি পর্যন্ত।
![এবিভিপির মিছিলের পাল্টা শিক্ষক পড়ুয়াদের মিছিল যাদবপুরে এবিভিপির মিছিলের পাল্টা শিক্ষক পড়ুয়াদের মিছিল যাদবপুরে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/05/12/55242-jadavpur-michil.jpg)
ওয়েব ডেস্ক: যাদবপুর কাণ্ডের রেশ এখনও কাটেনি। চলছে মিছিল পাল্টা মিছিল। এবার যাদবপুর কাণ্ডের প্রতিবাদে এবিভিপির মিছিলের পাল্টা মিছিলে নামল গণসংগঠন। একসঙ্গে পা মেলালেন পড়ুয়া থেক শিক্ষাবিদ সকলেই। গোলপার্ক থেকে শুরু হয় মিছিল। চলবে ৮বি পর্যন্ত।
বুদ্ধা ইন অ্যা ট্রাফিক জ্যাম, গত শুক্রবার এই ছবির স্ক্রিনিং হওয়ার কথা ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সংসদের হলে। এই সিনেমা দেখানো ঘিরেই শুরু হয় উত্তেজনা। ক্রমে রণক্ষেত্র হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। এরপর থেকে যাদবপুর কাণ্ডে প্রায় রোজই চলছে মিছিল পাল্টা মিছিল। কয়েকদিন আগেই পথে নেমেছিল এবিভিপি। আজ সেই মিছিলেরই জবাব দিল গণসংগঠন।