এসএসসি পরীক্ষা ঘিরে বিক্ষোভ রাজ্যের বিভিন্ন এলাকায়

এসএসসি পরীক্ষায় গণ্ডগোলোর জেরে বিক্ষোভ চলছে রাজ্যের বিভিন্ন এলাকায়। সকালে লেকটাউন কলেজ সহ বেশ কিছু সেন্টারে পরীক্ষা শুরুর আগে বিভ্রান্তি ছড়ায়। অভিযোগ, অ্যাডমিট কার্ড থাকা সত্ত্বেও কয়েকজন পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়।

Updated By: Jul 29, 2012, 12:30 PM IST

এসএসসি পরীক্ষায় গণ্ডগোলোর জেরে বিক্ষোভ চলছে রাজ্যের বিভিন্ন এলাকায়। সকালে লেকটাউন কলেজ সহ বেশ কিছু সেন্টারে পরীক্ষা শুরুর আগে বিভ্রান্তি ছড়ায়। অভিযোগ, অ্যাডমিট কার্ড থাকা সত্ত্বেও কয়েকজন পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়। এদিকে পরীক্ষাকেন্দ্রের দাবি, ওইসব পরীক্ষার্থীদের নাম তাদের কাছে পাঠানো হয়নি। শেষে ২৪ ঘণ্টার খবরের জেরে নড়েচড়ে বসে এসএসসি কর্তৃপক্ষ। কমিশনের তরফে ফোন করে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে বলে দেওয়া হয় বৈধ অ্যাডমিট কার্ড থাকলেই যেন পরীক্ষার্থীদের পরীক্ষায় বসতে দেওয়া হয়।
এসএসসি ঘিরে গণ্ডগোলের খবর এসেছে বিভিন্ন জেলা থেকেও। বর্ধমানের রায়পুর কাশিয়ারা হাইস্কুলে প্রশ্নপত্র না পৌঁছনোয় এখনও পরীক্ষা শুরু হয়নি। প্রতিবাদে স্কুলে বিক্ষোভ দেখাচ্ছেন পরীক্ষার্থীরা। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও পরীক্ষা শুরু হয়নি বাগনানের আদর্শ বিদ্যালয়েও। কেন পরীক্ষা শুরু হচ্ছে না তা জানেন না পরীক্ষার্থীরা। ফলে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে পরীক্ষাকেন্দ্রে। ডাউনলোড করা ফর্ম নিয়ে আসায় আলিপুরদুয়ার কলেজে প্রায় একশ জন পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়। এই নিয়ে উত্তেজনা ছড়ালে আলিপুরদুয়ার থানার আইসি-র নেতৃত্বে বিশাল পুলিসবাহিনী কলেজে আসে। পরে এসএসসি কর্তৃপক্ষের নির্দেশে ১০ মিনিট পর পরীক্ষা শুরু হয়।   

.