প্রতিমা বিসর্জন নিয়ে বিচারপতি দীপঙ্কর দত্তের রায় বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

প্রতিমা বিসর্জন নিয়ে বিচারপতি দীপঙ্কর দত্তের রায় বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। দশমীতে বিকেল চারটের পর প্রতিমা নিরঞ্জনে নিষেধাজ্ঞা জারি করেছিল  কলকাতা পুলিস। এর বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। সেই মামলায় বাড়ির পুজোর বিসর্জনের সময়সীমা সন্ধে ছটা পর্যন্ত বাড়িতে দেয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। তবে চারটের পর কোনও শোভাযাত্রা করা যাবে না।

Updated By: Oct 10, 2016, 03:38 PM IST
প্রতিমা বিসর্জন নিয়ে বিচারপতি দীপঙ্কর দত্তের রায় বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

ওয়েব ডেস্ক: প্রতিমা বিসর্জন নিয়ে বিচারপতি দীপঙ্কর দত্তের রায় বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। দশমীতে বিকেল চারটের পর প্রতিমা নিরঞ্জনে নিষেধাজ্ঞা জারি করেছিল  কলকাতা পুলিস। এর বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। সেই মামলায় বাড়ির পুজোর বিসর্জনের সময়সীমা সন্ধে ছটা পর্যন্ত বাড়িতে দেয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। তবে চারটের পর কোনও শোভাযাত্রা করা যাবে না।

আরও পড়ুন ১৮৩ রানে ব্যাট করার সময় পাকিস্তানের বিরুদ্ধেও বীরু এমনটা করতেন!

এর আগে তিনটি বনেদি পরিবারও পুলিসি নিষেধাজ্ঞা খারিজের দাবি জানিয়ে মামলা করে। তাদের মামলাটি শোনেন বিচারপতি দীপঙ্কর দত্ত।প্রশাসনের কড়া নিন্দা করে রাত সাড়ে পর্যন্ত বিসর্জনের সময়সীমা বাড়িয়ে দেন তিনি। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চতর বেঞ্চে যায় রাজ্য সরকার। যদিও, আপত্তিতে কান দেয়নি ডিভিশন বেঞ্চ। ধর পরিবার সহ তিনটি বনেদি বাড়ির ঠাকুর বিসর্জন দেওয়া যাবে রাত সাড়ে আটটা পর্যন্ত। 

আরও পড়ুন  এক্সাইড আয়োজিত আমিই শ্রেষ্ঠ ২০১৬ সম্মানের শিরোপা পেল কোন কোন মণ্ডপ?

.