ইভটিজিং রুখে দুষ্কৃতীদের মারে নিহত পুলিসকর্মী
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দুষ্কৃতীদের মারে মৃত্যু হল কলকাতা পুলিসের এক কনস্টেবলের। নিহত পুলিসকর্মীর নাম অসীম দাম। বিরাটির বিশরপাড়া নবজীবন কলোনিতে তাঁর বাড়ি। দোলের দিন দুপুরে তাঁর বাড়ির সামনেই এক তরুণীকে উত্যক্ত করছিল কয়েকজন যুবক। প্রতিবাদ করায় হকিস্টিক দিয়ে তাঁকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। মাথায় গুরুতর আঘাত লাগে তাঁর।
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দুষ্কৃতীদের মারে মৃত্যু হল কলকাতা পুলিসের এক কনস্টেবলের। নিহত পুলিসকর্মীর নাম অসীম দাম। বিরাটির বিশরপাড়া নবজীবন কলোনিতে তাঁর বাড়ি। দোলের দিন দুপুরে তাঁর বাড়ির সামনেই এক তরুণীকে উত্যক্ত করছিল কয়েকজন যুবক। প্রতিবাদ করায় হকিস্টিক দিয়ে তাঁকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। মাথায় গুরুতর আঘাত লাগে তাঁর। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিয়ে যাওযা হয় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। রবিবার সকালে সেখানেই মারা যান তিনি। এই ঘটনায় ৭ জনের নামে এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেছে তাঁর পরিবার। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এন্টালি থানার কর্মী অসীমবাবু শিয়ালদা কোর্টের এক বিচারকের দেহরক্ষীর দায়িত্বে ছিলেন।
চলতি বছরের ডিসেম্বর মাসে কনস্টেবল বাপি সেনের হত্যার ১০ বছর পূর্ণ হবে । ২০০২ সালের বর্ষপূর্তির রাতে বউবাজার থানা এলাকায় ঠিক এইভাবেই ইভচিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে প্রাণ হারিয়েছিলেন বাপি সেন। এক দশক পর ইভচিজিংয়ের প্রতিবাদ করায় ফের প্রাণ দিতে হল এক পুলিসকর্মীকে।