মানবধিকার কমিশনে সুদীপ্তর মৃত্যুর রিপোর্ট জমা দিতে ব্যর্থ পুলিস

আজ মানবাধিকার কমিশনে সুদীপ্ত গুপ্তের মৃত্যু রহস্যের তদন্ত রিপোর্ট জমা দিতে পারছে না কলকাতা পুলিস। ফরেনসিক রিপোর্ট না আসাতেই তদন্ত শেষ হয়নি বলে দাবি পুলিসের। সেক্ষেত্রে অসমাপ্ত তদন্ত রিপোর্ট জমা দিয়ে বাড়তি সময় চাইতে পারে পুলিস।

Updated By: Apr 15, 2013, 11:57 AM IST

আজ মানবাধিকার কমিশনে সুদীপ্ত গুপ্তের মৃত্যু রহস্যের তদন্ত রিপোর্ট জমা দিতে পারছে না কলকাতা পুলিস। ফরেনসিক রিপোর্ট না আসাতেই তদন্ত শেষ হয়নি বলে দাবি পুলিসের। সেক্ষেত্রে অসমাপ্ত তদন্ত রিপোর্ট জমা দিয়ে বাড়তি সময় চাইতে পারে পুলিস।
গত দোসরা এপ্রিল পুলিসি হেফাজতে মৃত্যু হয় এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর। মৃত্যুর বিচারবিভাগীয় তদন্তের দাবি ওঠে। এই ঘটনায় কলকাতা পুলিসকে তদন্ত করে সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলে রাজ্য মানবাধিকার কমিশন। নজিরবিহীনভাবে নিজেরাও সমান্তরাল তদন্ত শুরু করে কমিশন। তেসরা  এপ্রিল ওই নির্দেশিকা জারি হলেও আটই এপ্রিল তা কলকাতা পুলিসের সদর দফতরে পৌঁছয়।  সেই হিসেবে মানবাধিকার কমিশনে পুলিসের রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে আজ।

.