Partha Chatterjee In CBI: স্বাধীনতার পর সবচেয়ে বড় নিয়োগ দুর্নীতি, যার মূলে পার্থ, তীব্র কটাক্ষ শুভেন্দুর

এদিন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ বহাল রাখে ডিভিশন বেঞ্চের SSC নিয়োগ মামলায় বিচারপতি অভিজিত্ গাঙ্গুলির সিঙ্গল বেঞ্চের নির্দেশ। SSC নিয়োগ দুর্নীতি মামলায় CBI তদন্তের পক্ষেই রায় দেয়।

Updated By: May 18, 2022, 07:04 PM IST
Partha Chatterjee In CBI: স্বাধীনতার পর সবচেয়ে বড় নিয়োগ দুর্নীতি, যার মূলে পার্থ, তীব্র কটাক্ষ শুভেন্দুর

নিজস্ব প্রতিবেদন : "স্বাধীনতার পর সবচেয়ে বড় নিয়োগ দুর্নীতি। আমি লিগাল টেকনিক্যাল পয়েন্টে যাব না। আমি বলব বাংলার প্রায় ১ কোটি শিক্ষিত যুবক যুবতীর সঙ্গে তৃণমূল বেইমানি করেছে। বিচারপতি বাগের রিপোর্টের পর আমি মনে করি না আর কোনও তদন্তের প্রয়োজন আছে। এখন এটা দিনের মতো পরিষ্কার। এই দুর্নীতির মূলাধারে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।" SSC নিয়োগ দুর্নীতি মামলায় CBI তদন্তের নির্দেশ বহাল ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) নিজাম প্যালেসে হাজিরা প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করে বেরনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন বিরোধী দলনেতা। 

উল্লেখ্য, সিঙ্গল বেঞ্চের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই CBI দফতরে পৌঁছেছেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ বহাল রাখে ডিভিশন বেঞ্চের SSC নিয়োগ মামলায় বিচারপতি অভিজিত্ গাঙ্গুলির সিঙ্গল বেঞ্চের নির্দেশ। SSC নিয়োগ দুর্নীতি মামলায় CBI তদন্তের পক্ষেই রায় দেয়। ডিভিশন বেঞ্চের এই নির্দেশের সঙ্গেই উঠে যায় রক্ষাকবচ। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে আজই CBI দফতরে হাজিরার নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ। 

সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু পদ্ধতিগত ত্রুটির কারণে সেই মামলা শোনেইনি বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। অর্থাত্ ডিভিশন বেঞ্চে গিয়ে সিবিআই হাজিরা এড়ানোর যে রক্ষাকবচ তিনি আশা করেছিলেন, তা আর পাননি পার্থ। তারপরই নির্ধারিত সময় সন্ধ্যা ৬টার আগেই নিজাম প্যালেসে পৌঁছে যান প্রাক্তন শিক্ষামন্ত্রী। 

আরও পড়ুন, Mamata Banerjee: জেলা পরিষদে টেন্ডার 'দুর্নীতি', মুখ্যমন্ত্রীর সামনেই তরজা ৩ কর্মাধ্যক্ষের

Paresh Adhikari in SSC Case: উত্তরবঙ্গ থেকে ট্রেন ধরলেও শিয়ালদহে নামেননি মন্ত্রী পরেশ অধিকারী, অবশেষে মিলল খোঁজ

SSC Job: ছাড়েননি জামাইকেও, প্রাথমিকে চাকরির নামে ৮৩ লাখ টাকা প্রতারণা! গ্রেফতার তৃণমূলের উপপ্রধান

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.