কলকাতায় মৃত্যু জাপানি এনসেফ্যালাইটিসে, রাজ্যে মৃত বেড়ে ১৩৭
শহরে ফের মৃত্যু এনসেফ্যালাইটিসে। মৃতের নাম নারায়ণ সরকার।
কলকাতা: শহরে ফের মৃত্যু এনসেফ্যালাইটিসে। মৃতের নাম নারায়ণ সরকার।
শরীরে জাপানি এনসেফ্যালাইটিসের জীবানু নিয়ে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ভর্তি ছিলেন তিনি। সেখান থেকে গতকাল রাতে তাঁকে মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। আজ সকালে মৃত্যু হয় তাঁর। গতকাল থেকেই তাঁর অবস্থা সঙ্কটজনক ছিল। রাখা হয়েছিল আইসিইউতে।
কর্মসূত্রে থাকেন অসমের বড়পেটায়। ৩ জুলাই জ্বর নিয়ে ভর্তি হন গুয়াহাটি মেডিক্যাল কলেজে। ২২ জুলাই তাঁকে আনা হয় কল্যাণী মেডিক্যাল কলেজে। পরে রেফার করা হয় কলকাতা মেডিক্যাল কলেজে। সেখান থেকেও ২৪ জুলাই স্থানান্তরিত করা হয় স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। বুধবার সেরিব্রো স্পাইনাল ফ্লুইড পরীক্ষায় ধরা পড়ে জাপানি এনসেফ্যালাইটিসে আক্রান্ত নারায়ণবাবু। হাসপাতালের একটি আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল তাঁকে।
নারায়ণ সরকারের চিকিত্সা সংক্রান্ত রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এনসেফ্যালাইটিসে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বেড়ে চলায় রোগ পরীক্ষার জন্য বাড়তি কিট মজুত করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। পরিস্থিতি সামাল দিতে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে এই বাড়তি কিট পাঠানো হচ্ছে।