নারদ তদন্তে আজ ইডি হাজিরা মেয়র শোভন চট্টোপাধ্যায়ের
Updated By: Jul 25, 2017, 09:35 AM IST
ওয়েব ডেস্ক: নারদ তদন্তে আজ ইডি হাজিরা মেয়রের। গত দশ তারিখ নারদ মামলা তদন্তে তাঁকে তলব করে ED। তবে হাজিরা দেননি শোভন চট্টোপাধ্যায়। ED র কাছে ২ সপ্তাহ সময় চান তিনি। শোভন চ্যাটার্জির আইনজীবী তদন্তকারীদের জানান, প্রশাসনিক ব্যস্ততায় তাঁর মক্কেল হাজির হতে পারছেন না। অন্য কোনও দিন ডাকা হলে তিনি আসতে পারেন।
আরও পড়ুন অতিবৃষ্টির ভোগান্তি কলকাতাতেও, মুরারিপুকুরে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
হাজিরার জন্য ২ সপ্তাহ সময় চাওয়া হয়। মেয়রের আর্জি মেনে তাঁকে হাজিরার জন্য ২ সপ্তাহ সময় দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপরেই তাঁকে দ্বিতীয় নোটিস দিয়ে ফের পঁচিশ তারিখ তলব করে ইডি।
আরও পড়ুন নারদকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ মিলেছে, দাবি সিবিআইয়ের