দ্বিতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা

"আমি মমতা ব্যানার্জি...." পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। রেড রোডের খোলা মঞ্চে শপথ নিলেন মমতা।

Updated By: May 27, 2016, 07:00 PM IST
দ্বিতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা

ওয়েব ডেস্ক : "আমি মমতা ব্যানার্জি...." পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। রেড রোডের খোলা মঞ্চে শপথ নিলেন মমতা। নতুন মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পূর্ণমন্ত্রী হলেন ২৯ জন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সংখ্যা পাঁচ জন। রাষ্ট্রমন্ত্রী হলেন আট জন। আলাদা আদালা ভাবে নয়। একসঙ্গে পাঁচ জন করে মন্ত্রী শপথ নিলেন রেড রোডের শপথ অনুষ্ঠান থেকে। অনেকটা তামিলনাড়ুর মতো, এরাজ্যেও এবার একসঙ্গে শপথ নিলেন মন্ত্রীরা।

একনজরে শপথ

  • জাতীয় সংগীতের মাধ্যমে শেষ হল শপথগ্রহণ অনুষ্ঠান।
  • প্রথমবারের জন্য মন্ত্রী এঁরা। শপথ নিলেন লক্ষ্মীরতন শুক্লা, শ্যামল সাঁতরা, ইন্দ্রনীল সেন, জাকির হোসেন। এঁরাও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন।

  • শপথ পাঠ করলেন গিয়াসুদ্দিন মোল্লা, বাচ্চু হাঁসদা, গুলাম রব্বানি, সন্ধ্যারানি টুডু। শপথ নিলেন প্রতিমন্ত্রী হিসেবে।
  • এবার শপথ নিলেন শশী পাঁজা, স্বপন দেবনাথ, সিদ্দিকুল্লা চৌধুরী, মন্টুরাম পাখিরা, অসীমা পাত্র। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন তাঁরা।
  • শপথ বাক্য পাঠ করছেন আশিস ব্যানার্জি, তপন দাশগুপ্ত, জেমস কুজুর।
  • চন্দ্রনাথ সিনহা, চূড়ামণি মাহাত, মলয় ঘটক, রাজীব ব্যানার্জি, সৌমেন মহাপাত্র শপথ নিলেন।
  • শপথ বাক্য পাঠ করলেন পূর্ণেন্দু বসু, রবীন্দ্রনাথ ঘোষ, শান্তিরাম মাহাত, অরূপ রায়, ব্রাত্য বসু।

  • শুভেন্দু অধিকারী, আব্দুর রেজ্জাক মোল্লা, বিনয়কৃষ্ণ বর্মণ, সাধন পান্ডে, জ্যোতিপ্রিয় মল্লিক শপথ নিলেন।
  • শপথ নিলেন ফিরহাদ হাকিম, গৌতম দেব, অরূপ বিশ্বাস, জাভেদ খান, শোভন চ্যাটার্জি।
  • শপথ নিলেন পার্থ চ্যাটার্জি, অমিত মিত্র, শোভনদেব চ্যাটার্জি, সুব্রত মুখার্জি, অবনীমোহন জোয়ারদার।

  • শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হল শপথগ্রহণ অনুষ্ঠান।
.