ট্রেনকে দড়ি বেঁধে আনতে হয়েছিল, তখন 'ম্যান মেড বন্যা' জেনেছিলেন তৎকালীন রেলমন্ত্রী Mamata

'ম্যান মেড ফ্লাডে'র ব্যাখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।   

Updated By: Oct 2, 2021, 05:00 PM IST
ট্রেনকে দড়ি বেঁধে আনতে হয়েছিল, তখন 'ম্যান মেড বন্যা' জেনেছিলেন তৎকালীন রেলমন্ত্রী Mamata

নিজস্ব প্রতিবেদন: ডিভিসির ছাড়া জলে রাজ্যে বন্য়া পরিস্থিতি তৈরি হয়েছে। 'ম্যান মেড ফ্লাড' শব্দবন্ধে ফের কেন্দ্র ও ডিভিসি-কে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিরোধী নেত্রী থাকাকালীন তাঁর মুখে শোনা যেত 'ম্যান মেড ফ্লাড'। এহেন তত্ত্ব কোথা থেকে পেলেন মুখ্যমন্ত্রী? শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে তার ব্যাখ্যা দিলেন।  
  
ডিভিসি-কে নিশানা করে মমতা বলেন,''যেভাবে এবার জল ছাড়া হয়েছে তা বড় অপরাধ। এক সঙ্গে এত জল ছাড়া হয়েছে যা জীবনে কখনও হয়নি। আগে হয়েছে কিনা জানি না।'' তার পরই ম্যান মেড ফ্লাডের ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী। ফিরে যান অতীতে। তাঁর কথায়,''ম্যান মেড ফ্লাড আমিই আগে বলতাম। রেলমন্ত্রী থাকাকালীন দেখেছিলাম ফরাক্কা দিয়ে যাওয়ার সময় একটা ট্রেন হঠাৎ করে জলে ভর্তি হয়ে গেল। ট্রেনকে দড়ি বেঁধে আনতে হয়েছিল। তখন রেলের অফিসারদের জিজ্ঞেস করলাম হঠাৎ এত জল এল কোত্থেকে? ওরা আমায় উত্তর দিয়েছিল, এটা ম্যান মেড ফ্লাড। জল ছেড়ে দেওয়া হয়েছে। সেই জলে ডুবে গিয়েছে। সেই থেকে এটা জানতাম।'' মুখ্যমন্ত্রীর আক্ষেপ,''সেদিন অনেকে আমার সমালোচনা করেছিলেন। আজকে বলছি, ইয়েস ইট ইজ ম্যান মেড ফ্লাড।''  

বাংলায় বন্যা নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার। ভারী বৃষ্টিতে কলকাতা ও আসানসোলে জল জমলেও তা একদিনে নেমে গিয়েছে বলে জানান মমতা। ডিভিসি-কে বিঁধে তিনি বলেন,''আমরা সাড়ে ৩ লক্ষের উপর পুকুর কেটেছি। সাড়ে পাঁচশো কোটি খরচ করে চেকড্যাম ক্লিন করেছি। জল ছেড়ে একটা বছরে চারবার ফ্লাড করে দিয়েছে। দু'বছরে চার-পাঁচটি ঘূর্ণিঝড় সামলেছি। এটা অপরাধ ছাড়া কী হতে পারে! আগে থেকে কেন কথা বলে জল ছাড়ছ না? যে-ই ঝাড়খন্ডে বৃষ্টি হচ্ছে সব জলটা বাংলায় ছেড়ে দিচ্ছে। ঝাড়খন্ড সরকারকে বলব বাঁধগুলি সংস্কার করুন। জল ছেড়ে আমাদের লোকেদের মৃত্যুর মুখে ঠেলে দেবেন না।'' ডিভিসি-র কাছ থেকে ক্ষতিপূরণ চাওয়ার ভাবনাচিন্তাও করছেন বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য,''ডিভিসি প্রতিবার জল ছেড়ে ডোবাবে। কেন বাঁধ মেরামত করবে না? কেন ড্রেজিং করবে না? আসানসোল, কলকাতায় জল নেমে গিয়েছে। আমরা এবার ঠিক করেছি ক্ষতিপূরণ চাইব।'' 

ডিভিসি-র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিতে চলেছেন মমতা। তিনি জানান,''কেন্দ্রকে বলব ডিভিসির ব্যাপারে ব্যবস্থা নেওয়া হোক। অনেকবার চিঠি লিখেছি প্রধানমন্ত্রীকে। ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে সেচ দফতরের দল দেখা করে এসেছে। প্রধানমন্ত্রীকে চিঠি লিখব। প্রধানমন্ত্রীকে আবেদন করব, প্লিজ টেক সিরিয়াস কেয়ার।'' 

আরও পড়ুন- স্পিকারের সঙ্গে যোগাযোগই করেননি! সময় চাওয়ার চিঠি দিয়ে দাবি খারিজ Babul-র.

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.