ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট করেছি: Mamata; তাই বাংলার অর্থনীতির এই হাল: BJP
রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ থাকায় ভোটের আগে বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন: 'ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট করেছি।' একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এমন দাবিই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই অংশটি টুইট করে বিজেপির আইটি সেলের প্রধান তথা রাজ্যের সহ-পর্যবেক্ষক অমিত মালব্যর খোঁচা, 'এই জন্যেই বাংলার অর্থনীতির এই দুর্দশা।'
গতকাল, বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) প্রশ্ন করা হয় আপনি নাকি রোজ ২২ কিলোমিটার হাঁটেন? মুখ্যমন্ত্রী জবাব দেন, '১২ কিলোমিটার ট্রেডমিলে হাঁটার জন্য লেগে যায় অন্তত ২ ঘণ্টা। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ট্রেডমিল করি। হাঁটতে হাঁটকেই খবরের কাগজ পড়ি। মোবাইল ঘেঁটে নিই। মেসেজও করি। ভাবনাচিন্তাও করে নিই। ট্রেডমিলে হাঁটতে হাঁটতেই তো বাজেট করেছি। ১২ কিলোমিটার ট্রেডমিল করি। বাকিটা হেঁটে নিই।' ট্রেডমিলে বাজেট? মমতা (Mamata Banerjee) বলেন, 'ট্রেডমিলে অনেক ভাবনাচিন্তা আসে। আমি হাঁটলে ব্রেনও চলে।'
মমতার এই দাবি নিয়ে রাজ্যে বিজেপির সহ-পর্যবেক্ষক অমিত মালব্যর (Amit Malviya) খোঁচা, 'বাংলার অর্থনীতির দুর্দশা নিয়ে বিস্মিত হচ্ছেন? এটাই তার উত্তর। রাজ্যের বাজেট তৈরি হয় ট্রেডমিলে।'
বলে রাখি, রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ থাকায় ভোটের আগে বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাজেটে একাধিক জনমুখী ঘোষণাও করেছেন। মমতার বাজেট বক্তৃতা বয়কট করেছিল বাম-সিপিএম। বাজেট পেশের সময় অধিবেশনকক্ষ ত্যাগ করেন বিজেপি বিধায়করা।
আরও পড়ুন- 'কর্পোরেটের হাতে দল এবং অ আ ক খ না জানা নেতা', TMC-ত্যাগের ব্যাখ্যা Dinesh-র