মোহতার গ্রেফতারির পর সিবিআই-কে 'মুণ্ডহীন' কটাক্ষ মমতার
বৃহস্পতিবার চিটফাণ্ডকাণ্ডে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের শ্রীকান্ত মোহতাকে গ্রেফতার করে সিবিআই।
নিজস্ব প্রতিবেদন: মুণ্ডহীন সিবিআই মেরুদণ্ডহীন বিজেপি হয়ে উঠেছে। শুক্রবার এভাবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার চিটফাণ্ডকাণ্ডে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের শ্রীকান্ত মোহতাকে গ্রেফতার করে সিবিআই। দীর্ঘ জেরার পর তাঁকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরে। বিরোধীদের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ শিল্পপতি শ্রীকান্ত মোহতা। টুইটারে অবশ্য নির্দিষ্ট করে কারও নাম নেননি মমতা।
টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ''রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা হচ্ছে। কলকাতা থেকে দিল্লি পর্যন্ত বিজেপি ও তাদের 'শরিক' বিভিন্ন সরকারি এজেন্সি উত্যক্ত করছে বিরোধীদের। জেনে দুঃখ লাগছে, সিবিআই চালকের বেপরোয়া গতির জেরে জখম হয়েছেন ২৪ ঘণ্টার এক সাংবাদিক। তিনি হাসপাতালে চিকিত্সাধীন। সুস্থতার কামনা করছি''।
So political vendetta continues. BJP & its ‘allies’ comprising multiple Govt agencies harassing all allies of Oppn from Kol to Delhi & beyond. Also sorry to hear news that because of rash driving by a CBI driver a reporter of 24Ghanta injured. Now in hospital. Prayers for him
— Mamata Banerjee (@MamataOfficial) January 25, 2019
মমতা আরও লিখেছেন, ''অখিলেশ থেকে মায়াবতী কাউকেই ছাড়া হচ্ছে না। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে বিজেপি। ওরা কি ভীত? ওরা কি মরিয়া হয়ে উঠেছে?''
From @yadavakhilesh to Behen Mayawati Ji, nobody is spared. From north to south. From east to west. Political vendetta by BJP. Are they scared ? Are they desperate ?
— Mamata Banerjee (@MamataOfficial) January 25, 2019
মমতার কটাক্ষ, মুণ্ডহীন এজেন্সি মেরুদণ্ডহীন বিজেপি হয়ে উঠেছে। বলে রাখি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে কমিটির বৈঠকের পরও সিবিআই প্রধানের পদে কে বসবেন, তা স্থির হয়নি।
One headless agency has now become spineless BJP !
— Mamata Banerjee (@MamataOfficial) January 25, 2019
মমতা বন্দ্যোপাধ্যায়ের মতকে সমর্থন দিয়ে অরবিন্দ কেজরিওয়াল টুইট করেছেন, ''এনফোর্সমেন্ট এজেন্সির মাধ্যমে রাজনৈতিক লড়াই করছেন মোদী। উত্তরপ্রদেশে মায়াবতী, অখিলেশ, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লিতে আপ- কোনও রাজনৈতিক বিরোধীকে রেয়াত করছেন না মোদী-শাহ''।
Modi ji is fighting political battles thro enforcement agencies. From @yadavakhilesh & Mayawati in UP to @MamataOfficial in Bengal n AAP in Delhi Modi-Shah duo has spared no political opponent. https://t.co/a4ZBigaEVR
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 25, 2019
লালুপুত্র তেজস্বী যাদব লিখেছেন, ''সিবিআই এখন বিবিআই (বিজেপি ব্যুরো অব ইনভেস্টিগেশন)। বিজেপির সঙ্গে হাত মেলালেই ক্লিনচিট পেয়ে যাচ্ছেন রাজা হরিশচন্দ্র। সমালোচনা করলেই চড়াও হচ্ছে এজেন্সি। আমার বাবাকেও ছাড়েনি।, কারণ ইনি আরএসএস-বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচক''।
The CBI has become BBI (BJP Bureau of Investigation). Whoever joins hands with the BJP gets clean-chit and becomes Raja Harish Chandra & those who criticise them are hounded by agencies. Even my father was not spared, because he is a critic of the RSS and BJP led Central Govt. https://t.co/WnTKKmZG1s
— Tejashwi Yadav (@yadavtejashwi) January 25, 2019
এদিন ভুবনেশ্বরের আদালতে শ্রীকান্ত মোহতার হেফাজত চায়নি সিবিআই।
আরও পড়ুন- বিদায় ব্রিটিশ সুর, মোদীর জমানায় প্রজাতন্ত্র দিবসে রাজপথে 'শঙ্খনাদ'