Madhyamik 2025: অঙ্কের প্রশ্নের উত্তর লিখতে কৃত্রিম মেধার অ্যাপ! দক্ষিণ কলকাতায় পাকড়াও মাধ্যমিক পরীক্ষার্থী

Madhyamik 2025: একজন অঙ্কের প্রশ্নপত্র লিখে পাঠাচ্ছিল, উত্তর দিয়ে দিচ্ছিল সেই কৃত্রিম মেধাযুক্ত অ্যাপ

Updated By: Feb 22, 2025, 07:17 PM IST
Madhyamik 2025: অঙ্কের প্রশ্নের উত্তর লিখতে কৃত্রিম মেধার অ্যাপ! দক্ষিণ কলকাতায় পাকড়াও মাধ্যমিক পরীক্ষার্থী

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: মাধ্যমিকে অঙ্ক পরীক্ষার উত্তর লিখতে কৃত্রিম মেধার অ্যাপ ব্যবহার। হাইটেক সেই চুরি ধরে ফেললেন পরীক্ষকরা। পাকড়াও দক্ষিণ কলকাতার বদরতলার পরীক্ষার্থী। পর্যদ সূত্রে খবর, পরীক্ষা চলাকালীন মোট ১৯ জন পরীক্ষার্থী মোবাইল নিয়ে ধরা পড়েছে। কয়েকজন পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুলে প্রাইভেট টিউটরকে পাঠিয়েছিল বলেও জানা যাচ্ছে।

আরও পড়ুন-রবিবার রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি, ঝোড়ো হাওয়ার পাগলামি! সোমবারেও কি এমনই চলবে?

কৃত্রিম মেধা বা এআই নিয়ে গোটা দুনিয়ারই এখন মাথা ঘামাচ্ছে। এআই নাকি মানুষের কাছ খেয়ে ফেলবে। এবার তা প্রয়োগ হল পরীক্ষাতেই। দেখা গিয়েছে এক পরীক্ষার্থী মোবাইলে এআই অ্যাপে তার প্রশ্ন বলে দিচ্ছিল। তারপর যে উত্তরগুলো আসছিল তা তিনি উত্তরপত্রে লিখছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। ধরা পড়ে তার পরীক্ষা বাতিল করা হয়েছে। এবার মাধ্যমিক পরীক্ষায় মোট ১৯ জন মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্র ঢুকে ধরা পড়েছে। একজন ধরা পড়েছে স্মার্ট ওয়াচ নিয়ে।

দক্ষিণ কলকাতা বদরতলা হাই স্কুলের পরীক্ষার্থীদের বটতলা হাইস্কুলে সিট পড়েছিল। এদের একজন অঙ্কের প্রশ্নপত্র লিখে পাঠাচ্ছিল, উত্তর দিয়ে দিচ্ছিল সেই কৃত্রিম মেধাযুক্ত অ্যাপ। মোট ছ'টি মোবাইল ধরা পড়েছে যারা মোবাইলের মাধ্যমে কোশ্চেন পেপার বাইরে পাঠিয়েছে। এর মধ্যে তিনজন প্রশ্নের ছবি তুলে প্রাইভেট টিউটরকে পাঠিয়েছিল। বাকি দুজনের মধ্যে একজন সিনিয়রকে পাঠিয়েছিল। আর একজন তার বন্ধুর বান্ধবীকে পাঠিয়েছিল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.