বিদ্যাসাগরের মূর্তি ভাঙায় তৃণমূলকে কাঠগড়ায় তুলে তদন্তের চ্যালেঞ্জ দিল বিজেপি

 অমিত শাহের সভা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় কলেজস্ট্রিট ও বিধানসরণী। 

Updated By: May 14, 2019, 11:54 PM IST
বিদ্যাসাগরের মূর্তি ভাঙায় তৃণমূলকে কাঠগড়ায় তুলে তদন্তের চ্যালেঞ্জ দিল বিজেপি

নিজস্ব প্রতিবেদন: বিদ্যাসাগর কলেজের ভিতর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে শুরু হয়ে গেল রাজনৈতিক টানাপোড়েন। তৃণমূলের দাবি, বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে বিজেপির দুষ্কৃতীরা। তার পাল্টা বিজেপির অভিযোগ, কলেজগুলি এখন সমাজবিরোধীদের আখড়া। তাদের বদনাম করতেই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা।  

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন,''ক্যাম্পাসের বাইরে ছিলাম আমরা। হস্টেলের গেটই তো বন্ধ ছিল। বিজেপি কর্মীরা তো ভিতরেই ঢোকেননি। কলেজগুলোতে তো যত গুন্ডা-বদমাশ পুষে রেখেছেন তৃণমূল নেত্রী''।

কলেজে সন্ধেবেলায় পড়ুয়ারা কী করছিল? সেই প্রশ্ন তুলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবি করেছেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী রাহুল সিনহা। তাঁর কথায়,''প্রথম থেকে কর্মসূচি ভণ্ডুল করার চেষ্টা করেছিল তৃণমূল। তা সত্ত্বেও অভূতপূর্ব সাড়া পেয়েছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে একদল ছাত্র প্রধানমন্ত্রীর হোর্ডিং ভেঙে দিয়েছে। পুলিস নিরাপত্তা দেওয়ায় তখন ব্যাপারটা মিটে যায়। বিদ্যাসাগর কলেজের সামনে যখন যায় তখন ওরা প্ল্যাকার্ড দেখায়, পাথর মেরেছে। কলেজে সন্ধেবেলায় কী করছিল? আগে থেকে সমাজবিরোধীদের জড়ো করেছিল তৃণমূল। বিদ্যাসাগরের মূর্তি ওরা ভেঙেছে। আমরা বলছি, ওরা ভেঙেছে। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার মতো মানসিকতা বিজেপির কারও নেই। নিজেরাই বিদ্যাসাগরের মূর্তি ভেঙে অপপ্রচার করছে। ওখানে কেন পুলিস ছিল না? সিসিটিভি ফুটেজ দেখা হোক। নিরপেক্ষ তদন্ত করুন। কারা ভেঙেছে বেরিয়ে যাবে?''

বহিরাগতদের দিয়ে অমিত শাহের রোড শো ভরানো হয়েছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুল সিনহার পাল্টা জবাব,''প্রমাণ করুন একটা লোক বিহার, উত্তরপ্রদেশের? ভাঙা রেকর্ড অনেক দিন ধরে বাজাচ্ছেন। অর্ধপাগল হয়েছেন কেন মমতা? এত কান্না ও ভয়ের কারণ কী? আসলে জনজোয়ার দেখে নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কথা বলছেন''। 

 অমিত শাহের সভা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় কলেজস্ট্রিট ও বিধানসরণী। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা কালো পতাকা দেখানো নিয়ে ঝামেলার সূত্রপাত। বিজেপির অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরাই শুরু করেছিল ইটবর্ষণ। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের ছাত্ররা। বিদ্যাসাগর কলেজেও ওঠে একই অভিযোগ। সেখানে আবার কলেজের ভিতরে ঢুকে পড়েন বিজেপির কর্মী-সমর্থকরা। ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বিজেপি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে বলেও অভিযোগ করেছে তৃণমূল। বিজেপি অবশ্য অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক।

বেহালায় মমতা হুঁশিয়ারি দেন, অমিত শাহের মিছিল যেই শেষ হয়েছে', বিজেপির কিছু গুন্ডা, হাতে ডান্ডা নিয়ে বিদ্যাসাগর কলেজে আগুন লাগিয়েছে। ঈশ্বরচন্দ্রের মূর্তি ভেঙে দিয়েছে। এটা নকশাল আমলেও ঘটেনি। এত বড় লজ্জা। আমরা এটা ছেড়ে দেব না। ইঞ্চিতে ইঞ্চিতে জবাব নেব বিজেপি''। এদিন অমিত শাহর মন্তব্য, ''কলকাতায় বিজেপির রোড শো দারুণ সাড়া পেয়েছে। বহু মানুষ অংশ নিয়েছেন। এটা দেখে তৃণমূলের গুন্ডারা মরিয়া হয়ে উঠেছিল। সে জন্যই হামলা চালিয়েছে। মানুষকে পদপৃষ্ট করে মারার পরিকল্পনা করেছিল। প্ররোচনা সত্ত্বেও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে রোড শো। এজন্য বিজেপি কর্মীদের অভিনন্দন জানাচ্ছি''।             

আরও পড়ুন- মমতার সভা-সমাবেশ নিষিদ্ধ করা হোক, কমিশনে দাবি বিজেপির, তদন্তের আশ্বাস

 

 

.