Kolkata Municipal Corporation: ঈদে ছুটি ২ দিন, বিশ্বকর্মা পুজোয় নেই! বিতর্কিত নোটিসে অফিসারকে শোকজ কলকাতা পুরসভার...

Kolkata Municipal Corporation holiday notice controversy: নোটিসে বলা হয় যে, কলকাতা পুরসভা এলাকার হিন্দি স্কুলগুলিতে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল। বদলে ঈদের জন্য একদিন ছুটি বাড়ানো হয়।

Updated By: Feb 26, 2025, 04:47 PM IST
Kolkata Municipal Corporation: ঈদে ছুটি ২ দিন, বিশ্বকর্মা পুজোয় নেই! বিতর্কিত নোটিসে অফিসারকে শোকজ কলকাতা পুরসভার...

রক্তিমা দাস: ঈদে ২ দিনের ছুটি, আর বিশ্বকর্মা পুজোয় ছুটি নেই! পুরসভার বিজ্ঞপ্তি সামনে আসতেই সেই বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক। তবে বিতর্ক শুরু হতেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেছে কলকাতা পুরসভা। শোকজ করা হয়েছে আধিকারিককে। যদিও এই ঘটনায় বিজেপি শাসকদলের বিরুদ্ধে অভিযোগ করেছে, একটি বিশেষ ধর্মকে তোষামোদ করার!

শিক্ষা বিভাগের বিজ্ঞপ্তিকে ঘিরে বিতর্ক। এই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহার বক্তব্য, রাজ্য সরকারের ছুটির তালিকা মেনেই কলকাতা পুরসভার ছুটির তালিকা তৈরি করা হয়ে থাকে। এখন শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার কারও অনুমতি না নিয়েই নিজে সিদ্ধান্ত নিয়ে বিশ্বকর্মা পুজোর ছুটিকে ঈদের সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন। এটা এক্তিয়ার বর্হিভূত। তাই ওই বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট আধিকারিককে শোকজও করা হয়েছে বলে জানান তিনি। 

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধেবেলা কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের এডুকেশন ম্যানেজারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। যেখানে বলা হয় যে, কলকাতা পুরসভা এলাকার হিন্দি স্কুলগুলিতে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল। বদলে ঈদের জন্য একদিন ছুটি বাড়িয়ে, ৩১ মার্চ ও ১ এপ্রিল, দুদিন ছুটির কথা বলা হয় বিজ্ঞপ্তিতে। এই বিজ্ঞপ্তি সামনে আসতেই শুরু হয় বিতর্ক। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

একদিকে বিজেপি শিবির যখন শাসকদলকে একহাত নিয়ে কটাক্ষ করছেন, আক্রমণ শানাচ্ছেন, তখন কুণাল ঘোষ দাবি করেন যে, এটা সামগ্রিকভাবে পুরসভার সিদ্ধান্ত নয়। একজন আধিকারিক কারও অনুমতি না নিয়েই এই ধরনের স্পর্শকাতর বিজ্ঞপ্তি জারি করেছিলেন। পুর কর্তৃপক্ষ জানার পরই সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেছে।

আরও পড়ুন, KMC Budget: কাউন্সিলরদের হাতে বাড়ছে টাকা, কলকাতায় বাড়ি তৈরিতে অনুমোদন ফি হচ্ছে অর্ধেক!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.