ঝড়ের পূর্বাভাস কলকাতায়
বৃহস্পতিবার ঝড়বৃষ্টির পর সাময়িক স্বস্তি মিললেও শনিবার ফের বেড়েছে তাপমাত্রা। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আবহওয়া দফতর সূত্রে খবর, গোটা রাজ্যজুড়েই ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার দুই মেদিনীপুর, হাওড়া, বীরভূম ও বাঁকুড়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার ঝড়বৃষ্টির পর সাময়িক স্বস্তি মিললেও শনিবার ফের বেড়েছে তাপমাত্রা। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহওয়া দফতর সূত্রে খবর, গোটা রাজ্যজুড়েই ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।
শনিবার দুই মেদিনীপুর, হাওড়া, বীরভূম ও বাঁকুড়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
একদিকে বেড়েছে তাপমাত্রা, অন্যদিকে পাল্লা দিয়ে বেড়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। এই দুইয়ের প্রভাবে তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ। এসবের কারণে রবিবার কলকাতায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের।