ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশনের সুপারিশ চালু, সরকারি কর্মীদের আশ্বাস কৈলাসের

নেতাজি ইন্ডোরে দলের কর্মচারী সংগঠনের সভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, ষষ্ঠ বেতন কমিশনের প্রথম অংশের সুপারিশ জমা পড়েছে। 

Updated By: Sep 13, 2019, 08:56 PM IST
ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশনের সুপারিশ চালু, সরকারি কর্মীদের আশ্বাস কৈলাসের

নিজস্ব প্রতিবেদন: ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ চালু করার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণায় 'বাঁকা' প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আরও এক ধাপ এগিয়ে মমতাকে তোপ দাগলেন কৈলাস বিজয়বর্গীয়। আশ্বাস দিলেন, বিজেপি ক্ষমতায় আসলে চালু হবে সপ্তম বেতন কমিশন।            

দীর্ঘদিন ধরে রাজ্যে ঝুলে ছিল ষষ্ঠ বেতন কমিশন। নেতাজি ইন্ডোরে দলের কর্মচারী সংগঠনের সভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, ষষ্ঠ বেতন কমিশনের প্রথম অংশের সুপারিশ জমা পড়েছে। বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের ন্যূনতম বেসিক বেতন। ওই প্রসঙ্গে কলকাতা বিমানবন্দরে রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন,''মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কর্মচারীদের শোষণ করেছে। মধ্যপ্রদেশ হোক বা রাজস্থানী, কর্মচারীরার সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন পাচ্ছেন। কিন্তু আজও পশ্চিমবঙ্গে কর্মচারীদের সঙ্গে অন্যায় হচ্ছে।''

কৈলাস বিজয়বর্গীয় আশ্বাস দেন, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশন গঠন করবে। তাদের সুপারিশ অনুযায়ী দেওয়া হবে বেতন।

এদিন রাজীব কুমারের রক্ষাকবচ তুলে নিয়েছে কলকাতা হাইকোর্ট। তারপর বিকেলে পার্কস্ট্রিটে রাজীবের সরকারি আবাসে হানা দেয় সিবিআই। কৈলাসের কথায়,''উনি প্রভাবশালী অফিসার। চিটফান্ড কোম্পানির দুর্নীতিতে বড় ভূমিকা রয়েছে। সিবিআইয়ের সামনে পড়লে বড় বড় নেতানেত্রীর নাম উঠে আসবে।''

প্রসঙ্গত, নেতাজি ইন্ডোরে তৃণমূলের রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, রাজ্যের কর্মীদের ন্যূনতম বেসিক মাইনে বেড়ে করা হয়েছে ১৭,৯৯০ টাকা। ৬ লক্ষ টাকা থেকে বেড়ে গ্র্যাচুইটি দাঁড়িয়ে ১০ লক্ষ টাকায়। আগামী জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বর্ধিত বেতন দেওয়ার চেষ্টা করবে সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে মমতা দাবি করেছেন, নতুন পেনশন প্রকল্পে কর্মচারীদের বেতনের টাকা কাটছে কেন্দ্রীয় সরকার। কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে না। ওই টাকা দিয়েই ডিএ দিতে পারছে কেন্দ্র। 

আরও পড়ুন- হিন্দুরা এদেশেই থাকবেন, বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গাদের তাড়ানো হবে: দিলীপ

.