BJP: বাংলার ৩২ বিজেপি নেতার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রকের! তালিকায় নাম...

যারা নির্বাচনে পরাজিত, বর্তমানে নিষ্ক্রিয়, দলের সঙ্গে দৃরত্ব বেড়েছে, এমন নেতারা-ই রয়েছেন সেই তালিকায়। 

Updated By: Feb 26, 2025, 07:10 PM IST
BJP: বাংলার ৩২ বিজেপি নেতার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রকের! তালিকায় নাম...

রাজীব চক্রবর্তী ও কমলাক্ষ ভট্টাচার্য: বাংলার ৩২ জন বিজেপি নেতার কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করল স্বরাষ্ট্রমন্ত্রক। যারা নির্বাচনে পরাজিত, বর্তমানে নিষ্ক্রিয়, দলের সঙ্গে দৃরত্ব বেড়েছে, এমন নেতারা-ই রয়েছেন সেই তালিকায়। স্বরাষ্ট্র মন্ত্রকের পর্যালোচনায় ৩ মাস অন্তর অন্তর কারও নিরাপত্তা বাড়ে। আবার কারও নিরাপত্তা কমে। সেই রিভিউয়ের পরই এবার বাংলার ৩২ বিজেপি নেতার নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হল। তালিকায় জন বার্লা থেকে শঙ্কুদেব পণ্ডা, দেবাশিস ধর থেকে পিয়া সাহার মত নেতৃত্বরাও আছেন।

রাজ্যে মোট ৩২ জন বিজেপি নেতার নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যে সব বিজেপি নেতার নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হল একনজরে তাঁদের তালিকা -
১) তপশিলি জাতি-উপজাতি জাতীয় কমিশনের প্রাক্তন সহ-সভাপতি অরুণ হালদার
২) কোচবিহারে বিজেপির রাজ্য কোর কমিটির সদস্য অভিজিৎ বর্মন
৩) দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি অভিজিৎ দাস
৪) বিজেপির রাজ্য নেতা অজয় রায়
৫) নদিয়ার জেলা সভাপতি অর্জুন বিশ্বাস
৬) উলুবেড়িয়ার সাংসদ পদপ্রার্থী অরুণোদয় পাল চৌধুরী
৭) আরামবাগের সাংসদ পদপ্রার্থী অরূপকান্তি দিগর
৮) দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ও মাজিলপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা অশোক কাণ্ডারি
৯) জগদীশপুরের বিজেপি নেতা অশোক পুরকায়স্থ
১০) দক্ষিণ ২৪ পরগনার বিজেপি নেতা মন্দির ব্রজ
১১) উত্তর দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার
১২) বিজেপির প্রাক্তন সাংসদ দশরথ তিরকে
১৩) বিজেপির রাজ্য যুগ্ম আহ্বায়ক দেবব্রত বিশ্বাস
১৪) ডায়মন্ড হারবারের বিজেপি নেতা দেবাংশু পাণ্ডা
১৫) বিজেপির বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস ধর
১৬) বিজেপির মুর্শিদাবাদ জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ
১৭) দক্ষিণ ২৪ পরগনার বিজেপি নেতা দীপক হালদার
১৮) বিজেপির রাজ্য নেতা জয়দীপ ঘোষ
১৯) বিজেপির রাজ্য নেতা জীবেশচন্দ্র বিশ্বাস
২০) আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ জন বার্লা
২১) বিজেপি নেতা লোকনাথ চট্টোপাধ্যায়
২২) মুর্শিদাবাদের বিজেপি নেতা নির্মল সাহা
২৩) মুর্শিদাবাদের বিজেপি নেতা নিভাস
২৪) রাজ্যের বিজেপি নেতা নিত্যানন্দ চট্টোপাধ্যায়
২৫) বিজেপির রাজ্যের আহ্বায়ক পলাশ রানা
২৬) বোলপুরের বিজেপি সাংসদ পদপ্রার্থী পিয়া সাহা
২৭) ঝাড়গ্রামের বিজেপি নেতা প্রণত টুডু
২৮) বিজেপি নেত্রী প্রণতি মাঝি
২৯) বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল
৩০) বিজেপির রাজ্য নেতা শঙ্কুদেব পাণ্ডা
৩১) ঘাটালের বিজেপি জেলা সভাপতি তন্ময় দাস
৩২) কোচবিহার জেলার সাধারণ সম্পাদক তাপস দাস

আরও পড়ুন, Primary Teacher Recruitment scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI চার্জশিটে 'জনৈক' অভিষেক ব্যানার্জির নাম! আইনজীবীর পালটা দাবি...

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.