Governor CV Ananda Bose: এবার আরও ৪ বিশ্ববিদ্যালয়, উপাচার্য পদে ফের মুখ্যমন্ত্রীর দেওয়া নামেই সায় বোসের!

Governor CV Ananda Bose: সুপ্রিম কোর্টের হস্তক্ষেপেই জট কাটছে। মুখ্যমন্ত্রীর দফতর থেকে রাজ্যের ৩৪ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ সংক্রান্ত ফাইল পাঠানো হয়েছে রাজভবনে। ৬ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম চূড়ান্ত করে রাজ্যপাল পাঠিয়ে দিয়েছিলেন আগেই। শিলমোহর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী দেওয়ার নামেই!

Updated By: Dec 10, 2024, 09:08 PM IST
  Governor CV Ananda Bose: এবার আরও ৪ বিশ্ববিদ্যালয়, উপাচার্য পদে ফের মুখ্যমন্ত্রীর দেওয়া নামেই সায় বোসের!

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আগেরবার যা হয়েছিল, এবারও তাই! মুখ্যমন্ত্রীর দেওয়া নামেই শিলমোহর দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের আরও ৪ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগে মিলল ছাড়পত্র।

আরও পড়ুন:  RG Kar Incident: 'সিবিআই আমাদের সঙ্গে যোগাযোগ রাখে না', বিস্ফোরক আরজি করে নির্যাতিতার পরিবার!

ঘটনাটি ঠিক কী? সুপ্রিম কোর্টের হস্তক্ষেপেই জট কাটছে। মুখ্যমন্ত্রীর দফতর থেকে রাজ্যের ৩৪ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ সংক্রান্ত ফাইল পাঠানো হয়েছে রাজভবনে। ৬ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম চূড়ান্ত করে রাজ্যপাল পাঠিয়ে দিয়েছিলেন আগেই। শিলমোহর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী দেওয়ার নামেই! সেই তালিকায় এবার জুড়ল আরও ৪ বিশ্ববিদ্যালয়ের নাম।

৪ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য
--
মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়- সৌরাংশু মুখোপাধ্যায়
হিন্দি বিশ্ববিদ্যালয়-নন্দিনী সাহু
কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়- তপতী চক্রবর্তী
মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়-জানে আলম

এর আগে, রাজভবনে গিয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। কবে? গতকাল সোমবার। এরপর রাতে রাজভবনে তরফে সেই বৈঠকে ছবি পোস্ট করা হয় এক্স হ্য়ান্ডেলে। সঙ্গে বিবৃতি, 'আমরা হয়তো বিভক্ত ছিলাম, কিন্তু আমরা একই গাছের ডালের মতোই যুক্ত। যে দুটো ডাল একে অপরের দিকে প্রসারিত'! 

আগে কখনও কিন্তু এমনটা হয়নি। বরং রাজভবনের সঙ্গে রাজ্যের সংঘাত-ই প্রকাশ্যে এসেছে বারবার। এমনকী, স্থায়ী উপাচার্য নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার নির্দেশ, উপাচার্যদের নাম বাছাই করে তালিকা তৈরি করবে নির্দিষ্ট কমিটি। এরপর মুখ্যমন্ত্রী দফতর থেকে সেই তালিকা চূড়ান্ত করার জন্য রাজ্যপালের কাছে পাঠানো হবে। এখন রাজ্যপালের যদি কোনও নামে আপত্তি থাকে, সেক্ষেত্রে তিনি মুখ্য়মন্ত্রীকে জানাতে পারে। প্রয়োজনে বৈঠক করতে পারেন। এরপর একে একে ১০ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যে পদে মুখ্যমন্ত্রীর দেওয়ার নামই অনুমোদন করলেন রাজ্যপাল।

আরও পড়ুন:  Top 10 Winter Destination In West Bengal: শীতের ছুটিতে কাছেপিঠেই ঘুরে আসুন, মন ভালোর ১০০ শতাংশ গ্যারান্টি এই ১০ জায়গা...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.