রাজ্যে এই প্রথম সপ্তম বার প্লাজমা দান করে দৃষ্টান্ত তুলে ধরলেন Fuad Halim
কলকাতা মেডিক্যাল কলেজে এ দিন প্লাজমা দান করলেন চিকিৎসক ফুয়াদ হালিম (Fuad Halim)।
নিজস্ব প্রতিবেদন: সামনে ভোট। প্রচার চালাচ্ছেন জোরকদমে। তার মধ্যে সামাজিক দায়িত্বও পালন করে চলেছেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম (Fuad Halim)। শুধু দায়িত্ব পালনই নয়, বরং বেনজির দৃষ্টান্ত তুলে ধরলেন। শুক্রবার করোনা আক্রান্তদের চিকিৎসায় আরও একবার প্লাজমা দান করলেন। এনিয়ে সপ্তম বার।
কলকাতা মেডিক্যাল কলেজে এ দিন প্লাজমা দান করলেন চিকিৎসক ফুয়াদ হালিম (Fuad Halim)। বাংলা থেকে এই প্রথম সপ্তম বার প্লাজমা দানের নজির গড়লেন বিধানসভার প্রাক্তন স্পিকার প্রয়াত হাসিম আবদুল হালিমের পুত্র।
গতবছর লকডাউনের সময়ে গরিব রোগীদের চিকিৎসায় রত ছিলেন ফুয়াদ হালিম (Fuad Halim)। ৫০ টাকায় ডায়ালিসিসের ব্যবস্থাও করেছিলেন তিনি। গতবছর নিজেও করোনাতে আক্রান্ত হয়েছিলেন। করোনা আক্রান্তদের চিকিৎসায় গোটা দেশে শুরু হয়েছে কনভালোসেন্ট প্লাজমা থেরাপি। এই থেরাপিতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির রক্তের প্লাজমা কাজে লাগানো হয়।
আরও পড়ুন- অক্সিজেনের নির্ভরতা কমাবে Zydus Cadila-র ভিরাফিন, জরুরি ভিত্তিতে ছাড়পত্র DGCI-র