ঘণ্টা খানেকের আগুনে পুড়ে ছাই বাসন্তী কলোনি

প্রায় চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এল বাসন্তী কলোনির আগুন। আগুন ছড়িয়ে পরার আর আশঙ্কা নেই বলেই জানিয়েছেন দমকল। দমকলের পাঁচটি ইঞ্জিন কুলিংয়ের কাজ করছে। দমকলের ২২টি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,  বারবার জানানো সত্ত্বেও ঘটনাস্থলে দেরিতে পৌঁছোয় দমকলবাহিনী। অবশেষে ভোর পৌনে ৭টা নাগাদ কাজ শুরু করে দমকলের ২২টি ইঞ্জিন।

Updated By: Jan 26, 2013, 09:40 AM IST

প্রায় চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এল বাসন্তী কলোনির আগুন। আগুন ছড়িয়ে পরার আর আশঙ্কা নেই বলেই জানিয়েছেন দমকল। দমকলের পাঁচটি ইঞ্জিন কুলিংয়ের কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ  আগুন লাগে ভিআইপি ব্রিজ লাগোয়া এই বস্তিতে। ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় বস্তির শতাধিক ঘর। দমকলের ২২টি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,  বারবার জানানো সত্ত্বেও ঘটনাস্থলে দেরিতে পৌঁছোয় দমকলবাহিনী। অবশেষে ভোর পৌনে ৭টা নাগাদ কাজ শুরু করে দমকলের ২২টি ইঞ্জিন। ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট হয়নি।
উল্টোডাঙা স্টেশন লাগোয়া বস্তিতে আগুন লাগায় প্রভাবিত হয়েছে শিয়ালদহ-মেন লাইনের ট্রেন চলাচল। লোকাল ট্রেনগুলি খানিকটা বিলম্বে চলছে বলে পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে। প্রায় আড়াই বছর আগেও বাসন্তী কলোনিতে আগুন লেগেছিল। সেবারের ভয়াবহ আগুনে মারা যান এক জন।

.