Fake Vaccine Case: ED-কলকাতা পুলিসের পর এবার ভুয়ো টিকা কাণ্ডের তদন্তে Income Tax
রাতভর দেবাঞ্জন দেবের বাড়ি ও অফিসে তল্লাশি।
নিজস্ব প্রতিবেদন: কলকাতা পুলিস (KP) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটেরে (ED) পর, এবার কসবা ভুয়ো ভ্যাকসিন (Kasba Fake Vaccine) কাণ্ডের তদন্তে ইনকাম ট্যাক্স বা আয়কর বিভাগ (Income Tax)। অভিযুক্ত দেবাঞ্জন দেবের বাড়ি ও অফিসে তল্লাশি। অভিযুক্তের আরও দুই সহযোগীর বাড়িতেও তল্লাশি
জানা গিয়েছে, শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত আয়কর বিভাগ (Income Tax) তল্লাশি চালায়। দেবাঞ্জন দেবের বাড়ি ও অফিসে হানা দিয়ে আর্থিক লেনদেনের নথি খোঁজ করেন তদন্তকারীরা। দেবাঞ্জনের দুই সহযোগীর বাড়িতে তল্লাশি চালিয়ে, একই নথির খোঁজ করা হয়। তদন্তকারীরা মনে করছেন, দেবাঞ্জন দেব শুধু নয় তার বাইরেও একাধিক ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন। তাই এবার খোঁজ শুরু করেছে আয়কর দফতর (Income Tax)।
আরও পড়ুন: Haridebpur Case: কারখানার মধ্যে প্রৌঢ়ের রহস্যমৃত্যু, উদ্ধার দেহ, গলায় আঘাতের চিহ্ন
আরও পড়ুন: HC: ভুল প্রশ্ন-মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে হাজিরার নির্দেশ হাইকোর্টের
আদালতের অনুমতি নিয়ে ইতিমধ্য়ে প্রেসিডেন্সি জেলে গিয়ে দেবাঞ্জন দেবে-সহ আট জনকে জেরা করেছে ইডি। পরপর দু’দিন জেরা করা হয়েছে। ইডির অভিযোগ, জেরায় দেবাঞ্জন সহযোগিতা করছে না। এখনও পর্যন্ত ভুয়ো ভ্যাকসিন নিয়ে ন'টি মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। একটি মামলায় আলিপুর আদালতে চার্জশিট পেশ করেছে তারা। ইডি-র আরও অভিযোগ, কলকাতা পুলিশ দেবাঞ্জন-সহ ধৃতদের নিজেদের হেফাজতে রেখে দেওয়ায় তাঁদের তদন্তে ব্যাঘাত ঘটছে। ইডি সূত্রের খবর, দেবাঞ্জনের এক ঘনিষ্ঠ আত্মীয়ের অফিসে অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে।