কোথায় আছেন শিবনারায়ণ? ইডির তদন্তে ফের নড়েচড়ে বসল রাজ্য

সারদা মামলায় অন্যতম অভিযুক্ত শিবনারায়ণ দাস। সিটের তদন্ত শুরু হওয়ার পর থেকেই বেপাত্তা তিনি। উঠে এসেছে রাজ্যের এক মন্ত্রীর সঙ্গে শিবনারায়ণের ঘণিষ্ঠতার কথা। তথ্য বলছে, ২০১২ সালে শিবনারায়ণ দাসের কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে নিউ দীঘায় উত্সব করেছিল রাজ্য সরকার।

Updated By: May 6, 2014, 11:07 AM IST

সারদা মামলায় অন্যতম অভিযুক্ত শিবনারায়ণ দাস। সিটের তদন্ত শুরু হওয়ার পর থেকেই বেপাত্তা তিনি। উঠে এসেছে রাজ্যের এক মন্ত্রীর সঙ্গে শিবনারায়ণের ঘণিষ্ঠতার কথা। তথ্য বলছে, ২০১২ সালে শিবনারায়ণ দাসের কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে নিউ দীঘায় উত্সব করেছিল রাজ্য সরকার।

ছাব্বিশে ডিসেম্বর রাজ্যের পর্যটন মন্ত্রী কৃষেন্দুনারায়ণ চৌধুরীর সঙ্গে একমঞ্চে হাজির ছিলেন শিবনারায়ন দাস। শিবনারায়ন দাসই তাঁকে চিটফান্ডের ব্যবসাটা হাতে ধরে শিখিয়েছিলেন। জেরার মুখে বারবারই একথা জানিয়েছেন সারদা কর্তা সুদীপ্ত সেন। দুহাজার আটে যখন সারদা বাজার থেকে টাকা তুলতে শুরু করে, তখন শিবনারায়ণ দাস সারদার ডিরেক্টর ও অন্যতম অংশীদার ছিলেন। তদন্তের স্বার্থে শিবনারায়ণকে জেরা করা তাই অত্যন্ত জরুরি বলে স্বীকার করেছেন সিটের তদন্তকারীরাও। কিন্তু বার বারই তাঁর নাগাল পেতে ব্যর্থ হয়েছে বিধাননগর পুলিস। ঠে আসে শিবনারায়ণের সঙ্গে রাজ্যের শাসকদলের সুসম্পর্কের কথা। অভিযোগ ওঠে, রাজ্যের এক মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতাই ঢাল হয়েছে শিবনারায়ণের। তাতেই তাঁকে ছোঁয়ার সাহস দেখায়নি পুলিস।

দু হাজার বারোর ছাব্বিশে ডিসেম্বর নিউ দীঘায় অ্যাডেলাইন নামে একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়াটার স্পোর্টস ইভেন্টের আয়োজন করেছিল রাজ্য সরকার। উদ্বোধন করেছিলেন পর্যটন মন্ত্রী কৃষেন্দু নারায়ণ চৌধুরী। পর্যটন মন্ত্রীর সঙ্গে একই মঞ্চে হাজির ছিলেন অ্যাডেলাইন গোষ্ঠীর অন্যতম কর্ণধার শিবনারায়ণ দাসও।

এরপরই দু হাজার তেরোয় সারদা মামলার তদন্তভার হাতে নেয় সিট। শিবনারায়ণের খোঁজ শুরু হয়। গা ঢাকা দেন তিনি। ইডি শিবনারায়ণের খোঁজ শুরু করার পরই টনক নড়েছে রাজ্য পুলিসের। ফের খোঁজ শুরু হয়েছে তাঁর।

.