একই দিনে তিনটি শ্লীলতাহানীর ঘটনা শহরে, ক্রমেই কলকাতা আতঙ্ক নগরী

চব্বিশ ঘণ্টায় পরপর তিনটি শ্লীলতাহানির ঘটনা কলকাতার  বুকে। গতকাল সকাল সাড়ে দশটা নাগাদ দমদম থানা এলাকার কালীধামে এক মহিলার শ্লীলতাহানি করেন পুরসভার  এক কর্মী। ন্যাশনাল লাইব্রেরির সামনে আজ সকাল সাড়ে নটা নাগাদ দ্বিতীয় ঘটনাটি ঘটে। বান্ধবীর সঙ্গে রাস্তা পার হওয়ার সময় শ্লীলতাহানির শিকার হন এক তরুণী। ঠিক এক ঘণ্টা পর তৃতীয় ঘটনাটি ঘটে গড়ফা থানা এলাকায় অভিষিক্তা ২ আবাসনের একটি ফ্ল্যাটে। এই ঘটনায় অভিযুক্ত পেশায় রাজমিস্ত্রি।

Updated By: Feb 3, 2013, 06:11 PM IST

চব্বিশ ঘণ্টায় পরপর তিনটি শ্লীলতাহানির ঘটনা কলকাতার  বুকে। গতকাল সকাল সাড়ে দশটা নাগাদ দমদম থানা এলাকার কালীধামে এক মহিলার শ্লীলতাহানি করেন পুরসভার  এক কর্মী। ন্যাশনাল লাইব্রেরির সামনে আজ সকাল সাড়ে নটা নাগাদ দ্বিতীয় ঘটনাটি ঘটে। বান্ধবীর সঙ্গে রাস্তা পার হওয়ার সময় শ্লীলতাহানির শিকার হন এক তরুণী। ঠিক এক ঘণ্টা পর তৃতীয় ঘটনাটি ঘটে গড়ফা থানা এলাকায় অভিষিক্তা ২ আবাসনের একটি ফ্ল্যাটে। এই ঘটনায় অভিযুক্ত পেশায় রাজমিস্ত্রি।
দমদমের কালীধাম এলাকায় এক মহিলাকে পোস্ট অফিসের ফর্ম ফিলাপে সাহায্য করার নাম করে বাড়িতে ডেকে শ্লীলতাহানি করা হয়। অভিযুক্ত ব্যক্তি বছর ৪৮ এর প্রদীপ চ্যাটার্জি দমদম পুরসভার কর্মী। শনিবারই দমদম থানায় এফআইআর  হলেও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিস।
প্রথম ঘটনা-- আলিপুর, রবিবার সকাল সাড়ে নটা।
 
রবিবার সকালে ন্যাশনাল লাইব্রেরির সামনে বান্ধবীর সঙ্গে রাস্তা পার হচ্ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। অভিযোগ, এই সময় অর্জুন সাউ নামে এক ব্যক্তি ওই ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ওই তরুণীর চিতকারে স্থানীয় মানুষ অভিযুক্তকে ধরে ফেলে। অভিযুক্ত ব্যক্তিকে তুলে দেওয়া হয় আলিপুর থানার পুলিসের হাতে। ওই তরুণী প্রাক্তন পুলিস কর্তার মেয়ে বলে জানা গেছে। ধৃত অর্জুন সাউ, মাঠপুকুরের বাসিন্দা।
দ্বিতীয় ঘটনা-- দমদম থানা, সকাল সাড়ে দশটা
দমদমের কালীধাম এলাকায় এক মহিলাকে পোস্ট অফিসের ফর্ম ফিলাপে সাহায্য করার নাম করে বাড়িতে ডেকে শ্লীলতাহানি করা হয়। অভিযুক্ত ব্যক্তি বছর ৪৮ এর প্রদীপ চ্যাটার্জি দমদম পুরসভার কর্মী। শনিবারই দমদম থানায়  এফআইআর  হলেও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিস।
 
তৃতীয় ঘটনা-- গড়ফা, রবিবার সকাল ১০.৪৫টা
 
শ্লীলতাহানির তৃতীয় ঘটনা গড়ফা থানা এলাকায়। ইএম বাইপাস লাগোয়া অভিষিক্তা দুই আবাসনের একটি ফ্ল্যাটে। অভিযোগ, কাজ দেওয়ার নাম করে সোনারপুরের বাসিন্দা এক মহিলাকে ফ্ল্যাটে ডাকে পেশায় রাজমিস্ত্রি মগরাহাটের বাসিন্দা রফিউদ্দিন নস্কর। ফ্লাটের মধ্যে মহিলার শ্লীলতাহানির করা হয় বলে অভিযোগ। মহিলার অভিযোগের ভিত্তিতে রফিউদ্দিনকে গ্রেফতার করেছে গড়ফা থানার পুলিস।
 

.