রাজারহাট-গোপালপুর অঞ্চলে ছড়াচ্ছে ডায়ারিয়া

রাজারহাট-গোপালপুর পুরসভা এলাকায় ছড়িয়ে পড়েছে ডায়রিয়া। অসুস্থ হয়ে ইতিমধ্যেই বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭জন। লাফিয়ে লাফিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। রাজারহাট-গোপালপুর পুর এলাকায় ১৪, ১৫, ১৬ও ২৪ নম্বর ওয়ার্ডে মারাত্মক আকার ধারন করেছে জলবাহিত এই অসুখ। সর্বাধিক প্রভাবিত ষোলো নম্বর ওয়ার্ডের অর্জুনপুর এলাকা। 

Updated By: Sep 23, 2013, 02:11 PM IST

রাজারহাট-গোপালপুর পুরসভা এলাকায় ছড়িয়ে পড়েছে ডায়রিয়া। অসুস্থ হয়ে ইতিমধ্যেই বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭জন। লাফিয়ে লাফিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। রাজারহাট-গোপালপুর পুর এলাকায় ১৪, ১৫, ১৬ও ২৪ নম্বর ওয়ার্ডে মারাত্মক আকার ধারন করেছে জলবাহিত এই অসুখ। সর্বাধিক প্রভাবিত ষোলো নম্বর ওয়ার্ডের অর্জুনপুর এলাকা। 
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখনও স্বাস্থ্য দফতর থেকে কোনও আধিকারিক এলাকায় পৌঁছয়নি। অসুস্থদের দেখতে বেলেঘাটা আইডি হাসপাতালে যাচ্ছেন শ্রমমন্ত্রী ও এলাকার বিধায়ক পূর্ণেন্দু বসু। রাজারহাটে নির্মীয়মাণ কোনও প্রকল্পের দূষিত জল পাইপ ফুটো হয়ে পানীয় জলের সঙ্গে মিশে গিয়েই এই বিপর্যয় বলে আশঙ্কা করছেন পুর আধিকারিকরা। পানীয় জলের পাইপে ফাটল খুঁজতে তল্লাশি শুরু করেছেন পুরসভার ইঞ্জিনিয়াররা।

.