Presidential Election: যশবন্তে ক্ষোভ বামশিবিরে, পরিস্থিতি সামলাতে অভিনব কৌশল CPM-র
১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। সর্বসম্মতিক্রমে প্রার্থী হিসেবে যশবন্ত সিনহার নাম ঘোষণা করেছে বিরোধীরা। তাঁকে সমর্থন করেছে CPM-সহ বাম দলগুলি।
মৌমিতা চক্রবর্তী: রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহাকে কেন সমর্থন? CPM-র অন্দরে ক্ষোভ বাড়ছে ক্রমশই। ক্ষোভ এতটাই যে, দলের কেন্দ্রীয় কমিটির অফিশিয়াল পেজে কমেন্ট সেকশন বন্ধই করল এ কে গোপালন ভবন।
রাষ্ট্রপতি নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ে নেতৃত্বে জোট বেঁধেছে বিরোধীরা। ১৫ মে, বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসেছিলেন কংগ্রেস-সহ ১৮ রাজনৈতিক দলের প্রতিনিধিরা। স্রেফ ঐকমতের ভিত্তিতে প্রার্থীর দেওয়ার সিদ্ধান্তই নয়, সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে শরদ পওয়ারের নাম প্রস্তাব করা হয়। কিন্তু শেষপর্যন্ত প্রার্থী হতে রাজি হননি তিনি। এমনকী, বিরোধী প্রার্থী হিসেবে ফারুখ আবদুল্লা ও গোপালকৃষ্ণ গান্ধীও রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াতে অস্বীকার করেন।
আরও পড়ুন: Sovan chatterjee: 'অভিমানের প্রাচীর ভেঙেছে'! ২১ জুলাইয়ের মঞ্চেই কি তৃণমূলে ফিরছেন শোভন?
তাহলে বিরোধীদের প্রার্থী কে হবেন? গতকাল, মঙ্গলবার দিল্লিতে ফের বৈঠকে বসেন ১৮ রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে যশবন্ত সিনহার নাম ঘোষণা করা হয়। তাঁকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে CPM-সহ বাম দলগুলি। আর তাতেই ক্ষুদ্ধ দলের নেতা-কর্মীদের একাংশ।
আরও পড়ুন: Mamata Banerjee: ৩ দিনের সফরে দুই বর্ধমানে মুখ্যমন্ত্রী, আসানসোলেও জনসভা
কীভাবে এই ক্ষোভ সামাল দেওয়া যাবে? সোশ্যাল মিডিয়াকেই হাতিয়ার করল CPM-র কেন্দ্রীয় কমিটি। এদিন বিকেলে অফিশিয়াল পেজে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহার বিবৃতি পোস্ট করা হয়। কিন্তু পোস্টের নিচে কমেন্ট সেকশনটি বন্ধ রাখা হয়েছে।