Mohammed Salim: 'বর্তমানের সঙ্কট থেকে বাঁচতে অতীতের আড়ালে লুকোতে চাইছেন মমতা', 'চিরকুট' প্রসঙ্গে কটাক্ষ সেলিমের
মমতার এ দিনের হুঁশিয়ারি প্রসঙ্গে সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ''উনি যখনই বিপদে পড়েন তখন অফেন্স ইজ অ্যা বেস্ট ডিফেন্স মনে করে হইচই শুরু করে দেন। ওনার বোঝা উচিত উনি এখন আর বিরোধী নেত্রী নন, তিনি একদশকেরও বেশি সময় ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী।''
দেবস্মিতা দাস: এসএসসি নিয়োগ (SSC) নিয়ে রাজ্যের বিরুদ্ধে চরম দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতিতে সিবিআই-এর জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। অন্যদিকে, মেয়ের নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই তলব করেছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে (Paresh Adhikari)। সবমিলিয়ে চরম বিশৃঙ্খল পরিস্থিতি মমতার রাজ্যে। ঝাড়গ্রামের(Jhargram) মাটিতে দাঁড়িয়েই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এসএসসি কাণ্ডে সরব হয়েছেন।
বৃহস্পতিবার জনসভা থেকেই সরাসরি বাম আমলের দিকে আঙুল তোলেন মুখ্যমন্ত্রী। সিপিএমকে কড়া আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘৩৪ বছরে একটা চিরকুট দিয়ে চাকরি দিত, একটা চিরকুট দিয়ে ট্রান্সফার করে দিত। সব কিছুর প্রমাণ আছে। আস্তে আস্তে সব সামনে আনব। আগে ভদ্রতা করেছি, তা যদি কেউ দুর্বলতা মনে করেন, তা হলে ভুল করবেন।’’
মমতার এ দিনের হুঁশিয়ারি প্রসঙ্গে সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ''উনি যখনই বিপদে পড়েন তখন অফেন্স ইজ অ্যা বেস্ট ডিফেন্স মনে করে হইচই শুরু করে দেন। ওনার বোঝা উচিত উনি এখন আর বিরোধী নেত্রী নন, তিনি একদশকেরও বেশি সময় ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী। একের পর এক নিয়োগে প্রায় সরকারির সমস্ত প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগ উঠছে। সাংবিধানিক পদগুলোও সন্দেহের উপরে নয়। এখন যখন তাঁর মন্ত্রীদের নাম উঠে আসছে, মানুষ প্রমাণ দেখতে পাচ্ছেন তখন হঠাৎ বাম আমলের দিকে আঙুল তুলছেন।''
কিছুটা কটাক্ষের সুরেই সেলিম বলেন, ''উনি তো বামআমলে অগ্নিকন্যা ছিলেন, এখন নির্বাপিত। দাউদাউ করে জ্বলছিলেন তখন। কেন সে সময় এসব বলেননি? কমিশন করে কোটি কোটি টাকা নষ্ট করেছেন। তার ফলই বা কোথায়? সিট তৈরি করে সব ধামাচাপা দিলেন কেন? তদন্ত করে বার করতে পারতেন? এখন নিজেকে বাঁচাতে বিজেপির সঙ্গে আঁতাত করেছেন। কোর্ট থেকে স্বস্তি পাননি তাই নাগপুরের মারফৎ ইডি, সিবিআইকে অকেজো করার চেষ্টা করছেন। সেই জন্য বাম আমলকে টানছেন।''
তবে এই প্রথমবার নয় আগেও বহুবার বাম আমলের প্রসঙ্গ টেনে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ''উনি মূল ইস্যু থেকে জনগণের দৃষ্টি ঘোরাতে চাইছেন। এই মুর্হুতে ওনার মন্ত্রীদের বরখাস্ত করার কথা। ওনার বলা উচিত আইন আইনের পথে চলবে। তদন্তকে প্রভাবিত করা হবে না। তিনি বলেছেন কোটি কোটি চাকরি দিয়েছেন। তার ইস্তেহার বের করুক। মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর যা কাজ সেটাই তিনি করুন না। আমরা তো ভবিষ্যতের জন্য বর্তমানে লড়াই করছি আর উনি বর্তমানে বাঁচার জন্য অতীতের আড়ালে লুকোতে চাইছেন।''
পুরসভা নির্বাচন থেকে বামেদের ভোট শতাংশে উন্নতি লক্ষ্য়ণীয়। গেরুয়া শিবিরকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে নিজেদের জায়গা করেছেন তারা। রাজ্যের একের পর এক বিষয়ে দুর্নীতির অভিযোগ তুলে সরবও হচ্ছে ছাত্র এবং যুব সংগঠন। এই অবস্থায় কোনও ইস্যুতই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিনা যুদ্ধে জমি ছেড়ে দেওয়ার বিষয়ে আগ্রহী নয় বামেরা। এদিন চিরকুট প্রসঙ্গে সেলিমের মন্তব্যে কি সেরকম আভাসই পাওয়া গেল!
আরও পড়ুন, Partha Chatterjee: হাইকোর্টে বড় ধাক্কা পার্থর, ডিভিশন বেঞ্চেও রক্ষাকবচ পেলেন না মন্ত্রী