এলাকা দখলকে কেন্দ্র দিনদুপুরে উত্তপ্ত কাশীপুর
এলাকা দখল নিয়ে সংঘর্ষের জেরে দিনেদুপুরে উত্তপ্ত হয়ে উঠল কাশীপুর রেল ইয়ার্ড। অভিযোগ স্থানীয় দুষ্কৃতী চন্দন তার দলবল নিয়ে হামলা চালায় আরও দুই দুষ্কৃতী মনোজ শুক্লা এবং শেখ ওসমানের ওপর। তাদের লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিয়োগ। এরপরই স্থানীয় বাসিন্দারা চন্দনের দুই সঙ্গীকে ধরে ফেলে। শুরু হয় মারধর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় চিত্পুর থানার পুলিস। পরে হাজির হয় রেল পুলিসও।
এলাকা দখল নিয়ে সংঘর্ষের জেরে দিনেদুপুরে উত্তপ্ত হয়ে উঠল কাশীপুর রেল ইয়ার্ড। অভিযোগ স্থানীয় দুষ্কৃতী চন্দন তার দলবল নিয়ে হামলা চালায় আরও দুই দুষ্কৃতী মনোজ শুক্লা এবং শেখ ওসমানের ওপর। তাদের লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিয়োগ। এরপরই স্থানীয় বাসিন্দারা চন্দনের দুই সঙ্গীকে ধরে ফেলে। শুরু হয় মারধর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় চিত্পুর থানার পুলিস। পরে হাজির হয় রেল পুলিসও।
দুই দুষ্কৃতীকে ভর্তি করা হয়েছে আর জি কর হাসপাতালে। তবে, ঘটনার পরই গা-ঢাকা দিয়েছে চন্দন। মনোজ এবং ওসমানের দাবি, তারা এলাকার ব্যবসায়ী। তাদের কাছে টাকা চেয়েছিল চন্দন আর তার দলবল। অস্বীকার করায় ওসমানের গলার চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ। বাধা দিতেই চন্দনের লোকজন বোমা ছোঁড়ে বলে জানিয়েছে মনোজ আর ওসমান। তবে, বোমাবাজিতে কেউ আহত হননি।