Mahakumbh 2025 | Mamata Banerjee: 'স্বজনহারারা যেন অবিলম্বে ক্ষতিপূরণ পায়', কুম্ভ নিয়ে ফের যোগীকে নিশানা মমতার!

Mahakumbh 2025 | Mamata Banerjee:  'আমি কিন্তু কুম্ভস্নান নিয়ে একটি কথাও বলিনি।  কে কোথায় যাবে, কোথায় স্নান করবে, কোথায় খাবে,সেটা তাঁর নিজস্ব ব্যাপার'। 

Updated By: Feb 25, 2025, 07:15 PM IST
Mahakumbh 2025 | Mamata Banerjee: 'স্বজনহারারা যেন অবিলম্বে ক্ষতিপূরণ পায়', কুম্ভ নিয়ে ফের যোগীকে নিশানা মমতার!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: '১৪৪ বছর পর কুম্ভ হচ্ছে, এটা ঠিক নয়'। ফের উত্তরপ্রদেশের যোগী সরকার নিশানা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, 'যে পরিবারগুলি, স্বজনকে হারিয়েছে, তারা যেন অবিলম্বে ক্ষতিপূরণ পায়। অনেক পরিবার দুর্ঘটনায় মারা গিয়েছে, ট্রেন ধরতে গিয়ে মারা গিয়েছে, তাঁরাও যেন ক্ষতিপূরণের আওতায় আসে'।

আরও পড়ুন:  Ahiritola Incident: কেন মধ্যমগ্রামে বাড়ি ভাড়া মা-মেয়ের? ছিল রহস্যময় লোকজনের আনাগোনা! ফুঁসছে পাড়া...

মুখ্যমন্ত্রী বলেন, 'গঙ্গাসাগর প্রতিবার হয়, কিন্তু মহাকুম্ভ ১২ বছর পর পর হয়। যেমন জগন্নাথ দেবের পুরীর মন্দিরে যে নিমকাঠের ঠাকুর হয়, তাদের অনেক নিয়ম কানুন আছে। আমি যতদূর জানি, ১২ বছর অন্তর সেই নিমকাঠের মূর্তি বদল করে। পুরীর নিয়ম অনুযায়ী। একেক জায়গায় একেক রকম নিয়ম আছে। যারা বলছে, ১৪৪ পর হচ্ছে! ২০১৪-তেও হয়েছে।  আমি যতদূর শুনেছি, আমার যদি ভ্রান্তি থাকে, সংশোধন করে দেবেন। ১৪৪ বছর পর কুম্ভ হচ্ছে, এটা ঠিক নয়। মিডিয়াকে নিয়ন্ত্রণ করছেন বলে একতরফাভাবে। অনেক মানুষ দুর্ঘটনা মারা গিয়েছে'।

সম্প্রতি বিধানসভায় মহাকুম্ভকে 'মৃত্যুকুম্ভ' বলে উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী। যা বিতর্ক কম হয়নি। এদিন মমতা বলেন, 'আমি কিন্তু কুম্ভস্নান নিয়ে একটি কথাও বলিনি।  কে কোথায় যাবে, কোথায় স্নান করবে, কোথায় খাবে,সেটা তাঁর নিজস্ব ব্যাপার। পুণ্যস্নান প্রতিবার গঙ্গাসাগরে হয় বলে আমরা জানি, সংক্রান্তিতে হয়। এবং নিয়ম কানুন মেনেই হয়। ফলে ১৪৪ বছর পর আবার কুম্ভ হবে বা ১৪৪ বছর আগে এটা হবে আমি একটু অজ্ঞ আছি।  যদি বিশিষ্ট মানুষ থাকেন, তাঁদের কাছে অনুরোধ করবেন, আপনারা একটু গবেষণা করে জানাবেন সঠিক তথ্য জানাবেন'।

আরও পড়ুন:  Ahiritola Incident: মধ্যমগ্রামে মহাতঙ্ক! ভারী ভোঁতা অস্ত্রে খুন, দেহ ব্যাগে ঢোকাতে কাটা হয় পা..

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.