ধর্মঘট সার্কুলার, কড়া প্রতিক্রিয়া বামেদের

বুধবার মহাকরণ থেকে জারি সার্কুলারের কড়া সমালোচনা করলেন বিভিন্ন বামপন্থী ট্রেড ইউনিয়নের নেতারা। ধর্মঘটে অংশগ্রহণ করায় সরকারি কর্মীদের বেতন কাটা ও কর্মজীবন থেকে এক দিন হ্রাস করা হবে বলে জানিয়ে এদিন মহাকরণ থেকে একটি সার্কুলার জারি করা হয়। সার্কুলারের সমালোচনা করে সিআইটিইউ নেতা শ্যামল চক্রবর্তী বলেন, "বেআইনি কাজের রেকর্ড করে ফেলেছে তৃণমূল কংগ্রেস সরকার। প্রয়োজনে সার্কুলার প্রত্যাহারের দাবিতে আন্দোলন হবে।"

Updated By: Mar 7, 2012, 08:06 PM IST

বুধবার মহাকরণ থেকে জারি সার্কুলারের কড়া সমালোচনা করলেন বিভিন্ন বামপন্থী ট্রেড ইউনিয়নের নেতারা। ধর্মঘটে অংশগ্রহণ করায় সরকারি কর্মীদের বেতন কাটা ও কর্মজীবন থেকে এক দিন হ্রাস করা হবে বলে জানিয়ে এদিন মহাকরণ থেকে একটি সার্কুলার জারি করা হয়। সার্কুলারের সমালোচনা করে সিআইটিইউ নেতা শ্যামল চক্রবর্তী বলেন, "বেআইনি কাজের রেকর্ড করে ফেলেছে তৃণমূল কংগ্রেস সরকার। প্রয়োজনে সার্কুলার প্রত্যাহারের দাবিতে আন্দোলন হবে।"  
"সরকারি কর্মীদের জন্য বাম আমলের যে সার্ভিস রুল রয়েছে, তা সংশোধন না-করে ধর্মঘটীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না রাজ্য সরকার।" বলেন, এআইটিইউসি নেতা গুরুদাস দাশগুপ্ত। ধর্মঘটের দিন গরহাজির কোনও কর্মীর বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নেয়, তা দেখেই আইনি লড়াইয়ের রাস্তা ঠিক করা হবে। সরকারি সার্কুলার নিয়ে একথা বললেন সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য।

.