Calcutta High Court: কসবায় বেআইনি নির্মাণ? মন্ত্রী জাভেদ খানের ছেলের বিরুদ্ধে হাইকোর্টে মামলা
অভিযুক্ত ফৈয়াজ আহমেদ খান ৬৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। বুধবার মামলাটির শুনানি হতে পারে বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে।
অর্ণবাংশু নিয়োগী: কসবায় বেআইনি নির্মাণ? রাজ্যের মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খানের ছেলে, কাউন্সিলর ফৈয়াজের বিরুদ্ধে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলাটির শুনানি হতে পারে বুধবার।
বাবা রাজ্যের মন্ত্রী, আর ছেলে কাউন্সিলর। পুরভোটের কসবার ৬৬ নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন জাভেদ খানের ছেলে ফৈয়াজ আহমেদ খান।
আরও পড়ুন: Nirmal Maji: নির্মল-বচন নিয়ে মামলা; 'মা সারদাকে নিয়ে মন্তব্য অপরাধ', হাইকোর্টে সওয়াল
তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কেন হাইকোর্টে মামলা? মামলাকারীর অভিযোগ, কসবায় নিজের ওয়ার্ডেই সাত কাটা জমিতে বেআইনি নির্মাণ করছেন তৃণমূল কাউন্সিলর। আলিপুর আদালতে মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ মানেননি ফৈয়াজ! উল্টে মামলাকারীকে মারধর করেন।
আরও পড়ুন: Kolkata High Court: দমকলে নিয়োগে স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি হাইকোর্টের
এদিকে এদিন নির্মল-বচন নিয়ে জনস্বার্থ মামলার শুনানি হল হাইকোর্টে। 'মা সারদা নিয়ে মন্তব্য শুধুমাত্র ভাবাবেগে আঘাত নয়, ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী এটা অপরাধ'। শুনানিতে সওয়াল করলেন মামলাকারীর আইনজীবী। এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল রাজ্য। শুনানিতে গরহাজির থাকলেন নির্মল মাজির আইনজীবী। অগাস্টে মামলার পরবর্তী শুনানি।