লকডাউনের সকালে বেপরোয়া গতি, কয়েক মিটারের মধ্যেই একই সময়ে পৃথক দুর্ঘটনা

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটির গতিবেগ স্বাভাবিকের থেকে অনেক বেশি ছিল।কৈখালির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ৪৫ নম্বর বাসস্ট্যান্ডে ডিভাইডারের ধাক্কা মারে গাড়িটি।

Reported By: সৌমেন ভট্টাচার্য্য | Updated By: Aug 20, 2020, 10:50 AM IST
লকডাউনের সকালে বেপরোয়া গতি, কয়েক মিটারের মধ্যেই একই সময়ে পৃথক দুর্ঘটনা
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন:  লকডাউনের সকালেই ভিন্ন পথ দুর্ঘটনায় আহত ৫ জন। সাপ্তাহিক লকডাউনের দিনে এয়ারপোর্ট থেকে ফেরার সময়ে কৈখালিতে পথদুর্ঘটনা গুরুতর আহত হন ক্যাব চালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটির গতিবেগ স্বাভাবিকের থেকে অনেক বেশি ছিল।কৈখালির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ৪৫ নম্বর বাসস্ট্যান্ডে ডিভাইডারের ধাক্কা মারে গাড়িটি। এরপর পাল্টি খেয়ে ছিটকে পড়ে সার্ভিস রোডে।

 গাড়িটি দুমড়ে মুছড়ে যায়। বাগুইআটি থানার পুলিস এবং কৈখালী ট্রাফিক গার্ড পুলিস ক্যাবচালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: "কী পাব নয়, কী দেব সেটাই ভাবুন" ভার্চুয়াল বৈঠকে যুবযোদ্ধাদের একগুচ্ছ টিপস অভিষেকের

..............

অন্যদিকে, বেপরোয়া গতির জেরে দুর্ঘটনায় আহত হন আরও ৪ জন। বাইপাস থেকে বিমানবন্দরে যাওয়ার সময় বাগুইআটি ব্রিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। চার জন গুরুতর আহত হন, তাঁদেরকেও হাসপাতালে পাঠানো হয়েছে।

.