SSC: সর্ষের মধ্যেই ভূত! রেকমেন্ডশন কমিটির বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের
১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে আদালতে।
নিজস্ব প্রতিবেদন: কার নির্দেশে সুপারিশ? নিয়োগের পিছনে কি আর্থিক লেনদেন? কীভাবে দুর্নীতি ও বেনিয়ম হল? SLST মাধ্যমে নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় এবার সুপারিশ কমিটির বিরুদ্ধে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। স্রেফ জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে কমিটি গঠন করাই নয়, ১৫ দিনের মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্টও জমা দিতে হবে আদালতে। মামলার পরবর্তী শুনানি ২১ মার্চ।
ঘটনার সূত্রপাত ২০১৯ সালে। SLST মাধ্যমে নবম ও দশম শ্রেণিতে ইতিহাস শিক্ষক পদে নিয়োগ করে স্কুল সার্ভিস কমিশন বা SSC। কীভাবে? ৫ সদস্যের কমিটির সুপারিশের ভিত্তিতে চাকরি পান সফল পরীক্ষার্থীরা। অভিযোগ, প্যানেলে অনেক পিছনে নাম থাকা সত্ত্বেও শেখ ইনসান আলি নামে এক দু'বার রেকমেন্ডশন লেটার পাঠানো হয়েছে। তাও আবার SMS-র মাধ্যমে! এমনকী, সেই সুপারিশ অনুযায়ী চাকরিও করছিলেন তিনি।
আরও পড়ুন: WB Assembly Session: মধ্যরাতে নয়, দুপুরেই অধিবেশন; সময় পরিবর্তনের প্রস্তাবে সায় রাজ্যপালের
কেন এভাবে নিয়োগ? মামলা গড়ায় হাইকোর্টে। শেখ ইনসান আলি চাকরি ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে। এমনকী, গতকাল, বুধবার শুনানিতে SSC-র ২ আধিকারিককে আলাদাভাবে কাঠগড়ায় তুলে, শপথবাক্য পাঠ করিয়ে জিজ্ঞাসাবাদও করেছেন বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যা নজিরবিহীন।
আরও পড়ুন: Weather Updates: মার্চেই ৪৫ ডিগ্রি ছোঁবে কলকাতার পারদ? কী বলছে আবহাওয়া দফতর
রেহাই পাননি SSC চেয়ারম্যানও। স্রেফ মামলাকারীদের কাউন্সেলিং-র সুযোগ দেওয়াই নয়, মাস খানেক আগে চেয়ারম্যান শুভশঙ্কর সরকারকে নিজের পকেট থেকে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন, 'তিনি কোন ধরণের চেয়ারম্যান? কোন যোগ্যতায় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে কাজ করছেন'? 'ওই রকম অযোগ্য ব্যক্তিকে' এসএসসি-র চেয়ারম্যান পদে রাখা উচিত কিনা, তা খতিয়ে দেখতে বলেন শিক্ষা দফতরকে। এরপরই SCC-র চেয়ারম্যান পদে বদল ঘটে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)