সাড়ে তিন বছরের শিশুকে নির্মম মারধর গৃহশিক্ষিকার-(সিসিটিভি ভিডিও সহ)
লেকটাউন: গৃহশিক্ষিকার নির্মম মারধরের শিকার সাড়ে তিন বছরের শিশু।
লেকটাউন: গৃহশিক্ষিকার নির্মম মারধরের শিকার সাড়ে তিন বছরের শিশু। চলল নির্বিচার কিল, চড়, লাথি, ঘুসি। ঘটনাটি ঘটেছে উল্টোডাঙার কাছে দক্ষিণদাঁড়িতে। গৃহশিক্ষিকা পুজা সিংয়ের বিরুদ্ধে লেক টাউন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে।
গত ১৫ জুলাই অভিযুক্ত পুজা সিংকে গৃহশিক্ষিকা হিসাবে নিয়োগ করে পরিবার। শিশুটি তার পরিবারের কাছে বরাবরই অভিযোগ করে গৃহশিক্ষিকাকে তাকে মারধর করছে। পুজা সিং ভুল ঠিকানা দিয়ে পড়াতে ঢোকেন। গতকাল বাড়িতে লাগানো সিসিটিভি ফুটেজে ধরা পড়ে শিশুটিকে মারধর করার নির্মম ছবি। বাড়ির ৬টা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখা যায় কী নির্মমভাবে গৃহশিক্ষিকা শিশুটিকে মারধর করছে। এরপরই শিশুটির পরিবার ডেকে পাঠায় অভিযুক্ত গৃহশিক্ষিকাকে। প্রথমে পুরো অভিযোগ অস্বীকার করে পুজা। পুজার স্বামী শিশুটির মা-বাবাকে হুমকি দেয় থানা পুলিস করলে ফল ভাল হবে না।
আজ, বুধবার সকালে লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবার। আরজিকর হাসপাতালে শিশুটিকে নিয়ে যাওয়া হয়। সেখানেই ডাক্তাররা বলেন, শিশুটি বুকে ও মাথায় চোট আছে।