Bidhannagar: চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার এক

পুলিস সূত্রে খবর ২২ ফেব্রুয়ারি ২০২৩-এ সল্টলেকের শান্তিনগর এলাকার বাসিন্দা প্রিয়াঙ্কা দাস বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে, তিনি একটি অনলাইন প্ল্যাটফর্মে তার সিভি আপলোড করেছিলেন। বিভিন্নভাবে তাকে ফোন করে তার থেকে মোট ১ লক্ষ ৮৩ হাজার ৮৯২ টাকা নিয়ে নেয় প্রতারকরা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন তিনি।

Updated By: Apr 7, 2023, 02:12 PM IST
Bidhannagar: চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার এক
নিজস্ব চিত্র

নান্টু হাজরা: বেসরকারি ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণা। প্রতারণার অভিযোগে গ্রেফতার একজন। এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস। পুলিস সূত্রে খবর ২২ ফেব্রুয়ারি ২০২৩-এ সল্টলেকের শান্তিনগর এলাকার বাসিন্দা প্রিয়াঙ্কা দাস বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে, তিনি একটি অনলাইন প্ল্যাটফর্মে তার সিভি আপলোড করেছিলেন।

২৬ ডিসেম্বর ২০২২ সালে তার কাছে একটি ফোন আসে সেখানে এক ব্যক্তি নিজের নাম বলেন অভিজিৎ সাহা। তিনি নিজেকে একটি বেসরকারি ব্যাংকের এইচআর হিসেবে পরিচয় দেয়। তিনি জানান ওই মহিলার সিভির পরিপ্রেক্ষিতে তাঁকে ওই ব্যাংকের ব্যাক অফিস কাজের জন্য নির্বাচন করা হয়েছে। ইন্টারভিউর জন্য তাকে একটি ফর্ম পূরণ করতে হবে এবং এর জন্য তাকে ২২০ টাকা জমা করতে হবে।

আরও পড়ুন: DA Movement: মানতে হবে তিন শর্ত, আলোচনায় বসতে রাজি যৌথ মঞ্চ

তিনি সেই ফর্ম ফিলাপ করলে তার কিছুদিন পরেই আরেকটি নম্বর থেকে তাঁর কাছে ফোন করে জানানো হয় তাকে জয়েনিং-এর জন্য আরও ৪০ হাজার টাকা দিতে হবে। এইভাবে বিভিন্নভাবে তাকে ফোন করে তার থেকে মোট ১ লক্ষ ৮৩ হাজার ৮৯২ টাকা নিয়ে নেয় প্রতারকরা।

প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন তিনি। ঘটনার তদন্ত শুরু করে পুলিস জানতে পারে একটি চক্র এই বেসরকারি ব্যাংকের নাম করে প্রতারণা চক্র চালাচ্ছেন। এরপরেই বৃহস্পতিবার সূত্র মারফত খবর পেয়ে উত্তর ২৪ পরগনার হালিশহরে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস।

আরও পড়ুন: Chingrihata Accident: ফের চিংড়িঘাটায় দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গার্ড রেলে ধাক্কা বেসরকারি বাসের

সেখান থেকে সুজয় দে নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিস। পুলিস সূত্রে খবর বেসরকারি ব্যাংকের নাম করে এই ব্যক্তি এই প্রতারণা চক্র চালাচ্ছিলেন। শুক্রবার অভিযুক্তকে  বিধাননগর আদালতে তোলা হবে। পুলিস তাকে নিজেদের হেফাজতের নেওয়ার আবেদন জানাবে বলে পুলিস সূত্রে খবর। এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস।    

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.