জামিন খারিজ, আজই আত্মসমর্পণ করছেন মদন, খবর দেখে ভেঙে পড়লেন

আজই আত্মসমপর্ণ করছেন মদন মিত্র। পুলিসকে জানিয়েছেন মদন মিত্রের আইনজীবী। দীর্ঘ নাটকের পর তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল হাইকোর্ট। মদন মিত্রের জামিন খারিজ। নিম্ন আদালতের রায় খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আজকের সওয়াল জবাবে ওঠেই নি মদন মিত্রের পদত্যাগ প্রসঙ্গ। সওয়াল করতে উঠে মদন মিত্রের আইনজাবী SK কাপুর তাঁর মক্কেলের হাসপাতালে চিকিত্সার প্রসঙ্গ তোলেন। তাঁর যুক্তি, মদন মিত্র দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি।

Updated By: Nov 19, 2015, 04:22 PM IST
 জামিন খারিজ, আজই আত্মসমর্পণ করছেন মদন, খবর দেখে ভেঙে পড়লেন

ওয়েব ডেস্ক: আজই আত্মসমপর্ণ করছেন মদন মিত্র। পুলিসকে জানিয়েছেন মদন মিত্রের আইনজীবী। দীর্ঘ নাটকের পর তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল হাইকোর্ট। মদন মিত্রের জামিন খারিজ। নিম্ন আদালতের রায় খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আজকের সওয়াল জবাবে ওঠেই নি মদন মিত্রের পদত্যাগ প্রসঙ্গ। সওয়াল করতে উঠে মদন মিত্রের আইনজাবী SK কাপুর তাঁর মক্কেলের হাসপাতালে চিকিত্সার প্রসঙ্গ তোলেন। তাঁর যুক্তি, মদন মিত্র দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি।

সওয়াল-জবাবে তা বার বার উঠেছে। কিন্তু, বিরোধিতা করেনি CBI। তাহলে এখন কেন সেই বিষয়টি নিয়ে CBI সমালোচনা করছে ?  পাশাপাশি, সন্ধির আগরওয়ালের জামিন প্রসঙ্গও টেনে আনেন SK কাপুর। তাঁর সওয়াল, একইদিনে আলিপুর আদালত থেকে জামিন পেয়েছেন সন্ধির। কিন্ত, তার বিরোধিতা করেনি CBI। শুধু মদন মিত্রের জামিনের বিরোধিতা করা হচ্ছে কেন?

এরপরই সওয়াল করতে উঠে ফের একবার নিম্ন আদালতের নির্দেশকে একতরফা ও বেআইনি বলে তা বাতিলের আর্জি জানান  CBI-র বিশেষ আইনজীবী রাঘবচারুলু।

.