ডাক্তারের চড়ে শিশু মৃত্যুর অভিযোগ বিসি রায় হাসপাতালে
বিসি রায় শিশু হাসপাতালে চিকিত্সাধীন এক শিশুর মৃত্যুর জন্য জুনিয়র ডাক্তারকে দায়ী করল শিশুর পরিবার।
Updated By: Jan 25, 2014, 09:55 PM IST
বিসি রায় শিশু হাসপাতালে চিকিত্সাধীন এক শিশুর মৃত্যুর জন্য জুনিয়র ডাক্তারকে দায়ী করল শিশুর পরিবার।
উত্তর ২৪ পরগনার গাইঘাটা থেকে ম্যানিনজাইটিসে আক্রান্ত শৌভিককে ওই হাসপাতালে ভর্তি করা হয় নভেম্বর মাসে। পরিবারের দাবি, চিকিত্সায় ক্রমশ সুস্থ হয়ে উঠছিল সে।
তাঁদের অভিযোগ, এমাসের ৪ তারিখ হাতে স্যালাইনের চ্যানেল বদলের সময় শৌভিকের ঘাড়ে ও কোমরে চড় মারেন জুনিয়র ডাক্তার গোপী। এরপরেই কোমায় আচ্ছন্ন হয়ে পড়ে ওই শিশু। আজ সন্ধেয় ওই শিশুর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, চার তারিখেই ওই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে হাসপাতাল সুপারের কাছে অভিযোগ জানান তাঁরা। তবে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁদের দাবি। শিশুমৃত্যুতে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে পরিবার। .
Tags: