শ্রদ্ধাজ্ঞাপনেও বিতর্ক
বিধানসভায় প্রাক্তন বিধায়ক প্রদীপ তা-র মরদেহে শ্রদ্ধাজ্ঞাপনকে কেন্দ্র করে সরকারপক্ষের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুলল বিরোধীরা। বিরোধী দলনেতার অভিযোগ, মৃতদেহে মালা দিতে আসেননি স্পিকার বা ডেপুটি স্পিকার কেউই।
Updated By: Feb 23, 2012, 03:39 PM IST
বিধানসভায় প্রাক্তন বিধায়ক প্রদীপ তা-র মরদেহে শ্রদ্ধাজ্ঞাপনকে কেন্দ্র করে সরকারপক্ষের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুলল বিরোধীরা। বিরোধী দলনেতার অভিযোগ, মৃতদেহে মালা দিতে আসেননি স্পিকার বা ডেপুটি স্পিকার কেউই। শ্রদ্ধাজ্ঞাপনের জন্য কোনও সরকারি ব্যবস্থাও করা হয়নি বলে অভিযোগ। আর এরই প্রতিবাদে বিধানসভার বাইরে প্রাক্তন বিধায়কের মরদেহে মাল্যদান করলেন বাম বিধায়করা। যদিও পরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, মৃতদেহ কখন বিধানসভায় আনা হবে তা তাঁকে জানানো হয়নি। তাই শ্রদ্ধা জানাতে পারেননি তিনি।