এফআইআর করার আগেই প্রাক্তন তৃণমূল নেতা আসিফ খানের অ্যাকাউন্ট সিল করল পুলিস

FIR করার আগেই অভিযুক্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করল পুলিস। অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা আসিফ খান। শীর্ষ তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ আসিফ খানের নাম বারবারই উঠে এসেছে সারদাকাণ্ডের তদন্তে।

Updated By: Aug 8, 2014, 12:01 PM IST

কলকাতা: FIR করার আগেই অভিযুক্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করল পুলিস। অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা আসিফ খান। শীর্ষ তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ আসিফ খানের নাম বারবারই উঠে এসেছে সারদাকাণ্ডের তদন্তে।

অন্য একটি প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে আসিফের বিরুদ্ধে বিধাননগর পুলিসের তত্পরতা ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। বিধাননগর পুলিস রীতিমতো হন্যে হয়ে খুঁজছে আসিফ খানকে। বুধবার রাতেও তাঁর বাড়িতে হানা দেয় নিউটাউন থানার পুলিস।গ্রেফতারি এড়াতে বাড়ি ছেড়ে গা-ঢাকা দিয়েছেন আসিফ খান। একসময় এনিই ছিলেন মুখ্যমন্ত্রীর অন্যতম আস্থাভাজন।
আসিফ খান দুহাজার তেরো সালে উত্তরপ্রদেশে তৃণমূলের পরিদর্শক ছিলেন। অভিযোগ সেসময় উত্তরপ্রদেশে দলের কার্যকরী সভাপতি ওয়াহুদুল হাসান সিদ্দিকিকে রাজারহাটে জমি দেওয়ার নামে কুড়ি কোটি টাকার প্রতারণা করেন আসিফ। দুহাজার তেরোর অগাস্টেই দল ছাড়েন তিনি। চলতি বছরের পঁচিশে জুন তৈরি করেন পৃথক রাজনৈতিক মঞ্চ।

তেইশে জুলাই ব্যাঙ্ক থেকে টাকা তুলতে গিয়ে আসিফ জানতে পারেন তাঁর অ্যাকাউন্ট সিল করেছে পুলিস।

বাইশে জুলাই অ্যাকাউন্ট সিল করার নির্দেশ দেয় বিধাননগর পুলিস।

চব্বিশে জুলাই সকাল সাড়ে দশটায় ব্যাঙ্কের বিরুদ্ধে রিট পিটিশন দাখিল করেন আসিফের ভাই তৌসিফ আখতার।

চব্বিশে জুলাই বেলা বারোটা পঁচিশে আসিফের বিরুদ্ধে FIR করে পুলিস।

প্রশ্ন FIR না করেই কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করল পুলিস?

সারদাকাণ্ডের তদন্তে ইতিমধ্যেই বারবার উঠে এসেছে আসিফ খানের নাম। সারদা কেলেঙ্কারিতে প্রভাবশালীদের খুঁজে পেতে সিবিআইয়ের বড় হাতিয়ার হতে পারেন আসিফ খান। সূত্রের খবর নতুন রাজনৈতিক মঞ্চ গড়ার পর সারদাকাণ্ডে সিবিআইকে সহযোগিতা করতে চান এই প্রাক্তন এই তৃণমূল নেতা। আসিফ যাতে সিবিআইয়ের কাছে মুখ খুলতে না পারেন, সেজন্যই তাঁকে গ্রেফতার করতে বিধাননগর পুলিসের এই তত্পরতা? উঠছে প্রশ্ন।

 

.