কোচবিহারের পর এবার কলকাতা, রথযাত্রার সূচনায় ফের বাংলায় Shah

এ মাসেই আবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Updated By: Feb 14, 2021, 04:35 PM IST
কোচবিহারের পর এবার কলকাতা, রথযাত্রার সূচনায় ফের বাংলায় Shah

নিজস্ব প্রতিবেদন: কোচবিহারের পর এবার কলকাতা। চলতি মাসেই রথযাত্রার সূচনা করতে ফের বাংলায় আসছেন অমিত শাহ (Amit Shah)। আগামী ১৮ ফ্রেরুয়ারি কাকদ্বীপে এই রথযাত্রার সূচনা করবেন তিনি। সেখানে জনসভা করারও কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এর ঠিক ৪ দিন পর অর্থাৎ ২২ ফ্রেরুয়ারি আবার হুগলির চুঁচুড়ায় জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)।

লক্ষ্য, নবান্ন। ভোটের মুখে ফের রথে চেপেছেন গেরুয়াশিবিরের নেতারা। বাংলায় এবার ৫টি রথযাত্রার করার কথা ঘোষণা করেছে বিজেপি। ৬ ফ্রেরুয়ারি নবদ্বীপ থেকে প্রথম রথযাত্রাটির সূচনা করেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। একদিনের ঝটিকায় সফরে বৃহস্পতিবার কোচবিহারে 'রথযাত্রা'র সূচনা করে গিয়েছেন অমিত শাহও (Amit Shah)। কলকাতায় কবে ও কোনপথে হবে রথযাত্রা? তা চূড়ান্ত করে ফেলেছেন জোনের দায়িত্বপ্রাপ্ত নেতারা। ঠিক হয়েছে, সাগরের কপিলমুনির আশ্রম থেকে ডায়মন্ডহারবার-শিরাকোল হয়ে রথ ঢুকবে শহরে। তবে সাগর থেকে শুরু হলেও ১৮ ফ্রেরুয়ারি কাকদ্বীপেই আনুষ্ঠানিকভাবে এই রথযাত্রার সূচনা করবেন অমিত শাহ (Amit Shah)। সেখানে তিনি একটি জনসভাও করতে পারেন বলে বিজেপি সূত্রে খবর।

আরও পড়ুন: হাসপাতালে বাবু মাস্টারকে দেখতে ভিড় BJP নেতাদের, প্রতিবাদ জানাতে থানা ঘেরাও

অমিত শাহ একা নন, ফ্রেরুয়ারিতে ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও(PM Narendra Modi)। সূত্রের খবর, হুগলির চুঁচুড়ায় গিয়ে ইতিমধ্যেই একাধিক মাঠ পরিদর্শন করেছেন বঙ্গ বিজেপি-র শীর্ষ নেতৃত্ব। দিন কয়েক ফের চুঁচুড়ায় গিয়েছিলেন দলে অন্যতম সাধারণ সম্পাদক সঞ্জয় সিং-ও। তিনি এ রাজ্যে মোদীর যাবতীয় কর্মসূচির কো-অর্ডিনেটরও বটে। চুঁচুড়ার একাধিক মাঠ পরিদর্শন করেন সঞ্জয়। এরপর গতকাল সরকারিভাবে প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের কথা ঘোষণা করা হয় বিজেপি তরফে। অমিত শাহের (Amit Shah) সফরের ঠিক ৪ দিন পর ২২ ফ্রেরুয়ারি চুঁচুড়ায় জনসভা করবেন মোদী (Narendra Modi)।

.