কংগ্রেসের সঙ্গে জোট না হলে অন্য পথ খোলা রেখেই এগোচ্ছে বামেরা

সরাসরি কংগ্রেসের সঙ্গে জোট নাকি তৃণমূল-বিজেপি বিরোধী ধর্ম নিরপেক্ষ মঞ্চ। দুই পথ খোলা রেখেই এগোচ্ছে বামেরা। দলের বড় অংশ চান জোট হোক  সরাসরি। অপর অংশের দাবি, বৃহত্তর মঞ্চ গড়লে কংগ্রেস ছাড়াও আরও অনেককে যুক্ত করা যাবে। চূড়ান্ত পথ ঠিক হবে কেন্দ্রীয় কমিটির বৈঠকে।

Updated By: Feb 7, 2016, 07:47 PM IST
কংগ্রেসের সঙ্গে জোট না হলে অন্য পথ খোলা রেখেই এগোচ্ছে বামেরা

ওয়েব ডেস্ক: সরাসরি কংগ্রেসের সঙ্গে জোট নাকি তৃণমূল-বিজেপি বিরোধী ধর্ম নিরপেক্ষ মঞ্চ। দুই পথ খোলা রেখেই এগোচ্ছে বামেরা। দলের বড় অংশ চান জোট হোক  সরাসরি। অপর অংশের দাবি, বৃহত্তর মঞ্চ গড়লে কংগ্রেস ছাড়াও আরও অনেককে যুক্ত করা যাবে। চূড়ান্ত পথ ঠিক হবে কেন্দ্রীয় কমিটির বৈঠকে।

তারপর কেটে গেছে ২১ দিন। জোট নিয়ে সেই তিমিরেই। কংগ্রেস আলোচনা করেছে। রাহুলের সঙ্গে বৈঠক করেছেন প্রদেশ কংগ্রেস নেতারা। কিন্তু, এখনও হ্যাঁ বা না কোনও উত্তরই আসেনি।

অন্যদিকে, বুদ্ধদেব ভট্টাচার্য, সূর্যকান্ত মিশ্রের বক্তব্য নিয়ে দলের অন্দরেই এখন জোর বিতর্ক। জোটপন্থীদের পাল্লা ভারি হলেও..না পন্থীদেরও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এক ল্যাম্পপোস্টে উড়বে লাল আর তেরঙ্গা পতাকা, হাতের সমর্থনে কাস্তে ..মানতে পারছেন না অনেকেই। সামনে উঠে আসছে বেশকয়েকটি প্রশ্ন।

জোট প্রশ্ন...কীসের ভিত্তিতে জোট হবে? আসন ভাগাভাগির ভিত্তি কী? এক মঞ্চে কি আদৌ প্রচার সম্ভব?

কংগ্রেসের ভোট বামেদের বাক্সে, বামেদের ভোট কংগ্রেসের ঝুলিতে আদৌ কতটা সম্ভব?

এরসঙ্গে কেরল ত্রিপুরার জটিলতা তো রয়েছেই। অন্য অংশের মত, তৃণমূল বিরোধী বৃহত্তর মঞ্চ গড়ে তোলা হোক। যাতে কংগ্রেস ছাড়াও অন্যান্য বাম সংগঠনগুলিও যুক্ত থাকতে পারে। কিছুদিন ধরেই CPM নেতাদের গলায় শোনা যাচ্ছে মানুষের ঐক্যের কথা।

বামফ্রন্ট বাদ দিয়েও, SUCI সহ আরও বেশকয়েকটি দলকে এক ছাতার তলায় আনার উদ্যোগ নিয়েছে CPM।  বেশকিছু কর্মসূচি সফলও হয়েছে। এখন যদি, কংগ্রেসের সঙ্গে জোট গড়তে গিয়ে যদি এই মঞ্চ ভেঙে যায়? ভাবাচ্ছে CPMকে। তাই  দুকূল বজার রেখে কী ভাবে এগোনো যায় তার পথ খুঁজতে  ১২ ও ১৩ ফেব্রুয়ারি CPM-এর রাজ্য কমিটির বৈঠক। পথ চূড়ান্ত হবে কেন্দ্রীয় কমিটিতে। বাম নেতাদের আশা, কংগ্রেসও এরমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে। তবে, সরাসরি জোট হলে রাজনীতির পাটিগনিতে যে লাভ পাওয়া যায় ঘুরপথে জোট হলে কি তা সম্ভব?

পাটিগনিতের হিসেব বলছে, কংগ্রেস -বামেদের ১০০ শতাংশ ভোট ব্যাঙ্ক যুক্ত হলে চাপে পড়তে পারে তৃণমূল। কিন্তু, আদৌ কি এভাবে ১০০ শতাংশ বিরোধী ভোট ঝুলিতে টানা সম্ভব? ভাবাচ্ছে দু দলকেই।

.