তাজপুরে ঘুরতে যাওয়ার পথে দুর্ঘটনা, লরির ধাক্কায় গুরুতর আহত ১০
একটি গাড়িতে কলকাতা থেকে তাজপুর বেড়াতে যাচ্ছিলেন ১০ জন। সেই গাড়িতেই অ্যাকসিডেন্ট হয়।
নিজস্ব প্রতিবেদন: সপ্তাহান্তে ঘুরতে যাওয়ার পথে বিপত্তি। গাড়ির ধাক্কায় গুরুতর জখম বেশ কয়েকজন। পাশাপাশি ২ যাত্রীর মৃত্য়ুর আশঙ্কা করা হচ্ছে। শনিবার ভোর পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পুলিস সূত্রে খবর, একটি গাড়িতে কলকাতা থেকে তাজপুর বেড়াতে যাচ্ছিলেন ১০ জন। সেই গাড়িতেই অ্যাকসিডেন্ট হয়।
স্থানীয়রা যানাচ্ছেন, কলকাতা থেকে আসা কন্টেনার বোঝাই একটি লরি পরপর কয়েকটি গাড়িকে ধাক্কা মারে। যার মধ্যে এই গাড়িটিও ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। সঙ্গে সঙ্গেই তাঁদের কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়। সকলের গুরুতর জখম হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। আহতদের দু-জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর হাসপাতাল সূত্রে।
আরও পড়ুন: Mamata Banerjee Health Update : কমিশনে মুখ্যসচিবের রিপোর্টেই মান্যতা পেল না মুখ্যমন্ত্রীর অভিযোগ
দুর্ঘটনার জেরে টোল প্লাজার একটি লেনে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ডাউন লেনে তীব্র যানজট। আপাতত ব্রেকডাউন ভ্যান দিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি সরাবার কাজ করছে পুলিস।